ই-পেপার রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

পুঁজিবাজারে কমছে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ

আমার বার্তা অনলাইন:
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩:০৬

২০২১ সাল থেকে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ক্রমেই কমছে। চলতি বছরেও এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

এ বছরের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে (১১ মাসে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীরা মাত্র ৩ হাজার ৮০০ কোটি টাকার শেয়ার লেনদেন করেছেন, এক্সচেঞ্জটির মোট লেনদেনের মধ্যে যার হার মাত্র ১ দশমিক ২২ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ ছিল দেড় কোটি ডলার। এরপর ফেব্রুয়ারিতে ২ কোটি ২০ লাখ, মার্চে ১ কোটি ৪০ লাখ, এপ্রিলে ৩ কোটি ৫০ লাখ, মে মাসে ৪ কোটি ১০ লাখ, জুনে ২ কোটি ৩০ লাখ, জুলাইতে ৪ কোটি, আগস্টে ৩ কোটি ১০ লাখ, সেপ্টেম্বরে ৩ কোটি ৬০ লাখ ও অক্টোবরে ৩ কোটি ডলার লেনদেন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এ সময়ে প্রতি মাসে গড়ে বিদেশিদের লেনদেনের পরিমাণ ছিল ২ কোটি ৮৭ লাখ ডলার। সর্বশেষ গত নভেম্বরের প্রথমার্ধে ১ কোটি ডলারের লেনদেন করেছেন বিদেশিরা। সব মিলিয়ে গত ১১ মাসে পুঁজিবাজারে বিদেশিরা ৩১-৩২ কোটি ডলার লেনদেন করেছেন। প্রতি ডলার ১২২ টাকা ৩৪ পয়সা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩ হাজার ৮৬২ কোটি টাকা।

বাজার বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারে ক্রমশ বিদেশিদের বিনিয়োগ কমে যাওয়ার পেছনে বেশকিছু কারণ রয়েছে। এর মধ্যে, এমএসসিআই ফ্রন্টিয়ার মার্কেট সূচকের রিটার্নের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে শ্লথগতির কারণে বিনিয়োগকারীরা বেশি রিটার্নের আশায় এখান থেকে বিনিয়োগ প্রত্যাহার করে অন্যান্য অঞ্চলের বাজারগুলোতে বিনিয়োগ করেছেন। পাশাপাশি দেশের ব্যাক খাতের দুর্বলতা, তারল্য ঝুঁকি, মুদ্রা বিনিময় হার ঝুঁকি ও পর্যাপ্ত ভালো শেয়ারের জোগান না থাকার বিষয়গুলোও বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

এদিকে, সার্বিকভাবে চলতি বছরের ১১ মাসে দেশের পুঁজিবাজার পরিস্থিতিও ছিল হতাশাজনক। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে ২৩৭ পয়েন্ট। এ সময়ে ডিএসইতে দৈনিক সর্বোচ্চ গড় লেনদেন হয়েছে গত আগস্টে, ৭ কোটি ৭০ লাখ ডলার। আর সর্বনিম্ন দৈনিক গড় লেনদেন ছিল মার্চে, ১ কোটি ৪০ লাখ ডলার।

তথ্য অনুয়ায়ী, গত নয় বছরে এক্সচেঞ্জটির মোট লেনদেনে বিদেশিদের অংশগ্রহণ মাত্র ১ দশমিক ২২ শতাংশে নেমে এসেছে। এর আগে টানা চার বছর ধরে দেশের পুঁজিবাজারে বিদেশিদের অংশগ্রহণ উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।

করোনা মহামারির বছর ২০২০ সালে পুঁজিবাজারে বিদেশিদের লেনদেনের পরিমাণ ছিল ১০ হাজার ৩৮৮ কোটি টাকা, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৮৫ শতাংশ। এর পরের বছর ২০২১ সালে এক্সচেঞ্জটির মোট লেনদেনে বিদেশিদের অংশগ্রহণের হার নেমে যায় ১ দশমিক ১০ শতাংশে এবং টাকার অংকে লেনদেন দাঁড়ায় ৭ হাজার ৭৬৪ কোটিতে। ২০২২ ও ২০২৩ সালে ডিএসইতে বিদেশিদের লেনদেনের পরিমাণ তলানিতে গিয়ে ঠেকে। এ দুই বছরে এক্সচেঞ্জটির মোট লেনদেনে বিদেশিদের অংশগ্রহণের হার ছিল যথাক্রমে দশমিক ৮৯ ও দশমিক ৭৭ শতাংশ। এ সময়ে টাকার অঙ্কে বিদেশিদের লেনদেনের পরিমাণ ছিল যথাক্রমে ৪ হাজার ১৮০ কোটি ও ২ হাজার ১৬৭ কোটি টাকা।

সর্বশেষ ২০২৪ সালে ডিএসইতে বিদেশিদের লেনদেন কিছুটা বেড়ে ৩ হাজার ৯২৯ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ছিল গত বছরে এক্সচেঞ্জটির মোট লেনদেনের ১ দশমিক ২২ শতাংশ।

আমার বার্তা/এল/এমই

৫০ টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে: বিটিএমএ সভাপতি

নানা সংকটে দেশের ৫০টি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের

রিহ্যাব ফেয়ারে মোট ৩০১ কোটি ৯ লাখ ৫৬ হাজার টাকার বুকিং

দেশের আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার ২০২৫-এ মোট ৩০১ কোটি ৯ লাখ ৫৬

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো আরও এক মাস

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  নিয়ম

একীভূত হওয়া ৫ ব্যাংকের গ্রাহকদের বড় সুখবর দিল কেন্দ্রীয়

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের অ্যাকাউন্ট নতুন গঠিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক'-এ স্থানান্তরের প্রক্রিয়া শেষ পর্যায়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মনোনয়নপত্র হাতে পেলো বগুড়ার নির্বাচন পরিচালনা কমিটি

ফের শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ, যানচলাচল বন্ধ

রাজনৈতিক অচলাবস্থা কাটাতে কসোভোতে ভোটগ্রহণ শুরু

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

৫০ টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে: বিটিএমএ সভাপতি

দেশকে অস্থির করতে পেছন থেকে ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান, সম্পাদক মিজান

জকসুর ৩৯ কেন্দ্রে ভোটগ্রহণ হবে, গণনা হবে মেশিনে

বাংলাদেশ-চীন বন্ধুত্বে নতুন অধ্যায়: ষষ্ঠ মৈত্রী সেতুর আধুনিকায়ন শুরু

জাবিতে ভর্তি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশক্তির বাইক সার্ভিস

বিচার না হলে ধরে নেবো হাদি হত্যায় রাষ্ট্রের একটি অংশ জড়িত: সাদিক কায়েম

জামায়াত নেতৃত্বাধীন জোটে যাচ্ছে এলডিপি-এবি পার্টি-এনসিপি

প্রথমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান

কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেবে না বিএনপি: ফখরুল

জুলাইকে কৌশলে জামায়াতের হাতে তুলে দেওয়া হচ্ছে: তাজনূভা

ক্ষতিগ্রস্ত প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয় পরিদর্শনে শ্রম উপদেষ্টা

আজও হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল শাহবাগ

ডিগ্রি মানেই শুধু বেতন নয়, দেশ ও প্রকৃতির দায় নিতে হবে: রিজওয়ানা হাসান

বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আট দলীয় জোট