ই-পেপার শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২

শিক্ষকের ছোড়া ডাস্টারের আঘাতে মাথা ফাটলো একাদশ শ্রেণির শিক্ষার্থীর

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৫, ১৬:১৯

রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে শিক্ষকের ছুড়ে মারা ডাস্টারের আঘাতে রাফিউর রহমান আহাদ নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। তার মাথা ফেটে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত রাফিউর রহমান আহাদ উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত রফিকুল ইসলাম পৌরনীতি বিষয়ের শিক্ষক।

হাসপাতালে চিকিৎসাধীন আহত রাফিউর রহমান আহাদ জানান, রফিকুল স্যার আমাদের পৌরনীতি ক্লাস নিচ্ছিলেন। ওই সময় আমার সামনের বেঞ্চে বসা এক ছাত্র তার পাশের জনের সঙ্গে কথা বলছিল। তখন স্যার ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ডাস্টার ছুড়ে মারেন। সামনের ছেলেটি তা দেখতে পেয়ে মাথা সরিয়ে নেয়। তখন সেটি এসে আমার মাথায় লাগে।

রাফিউর বলেন, ডাস্টার লাগার পর আমি বেঞ্চ থেকে পড়ে যাই। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি, সামনে আমার ব্যাগ রক্তে লাল হয়ে গেছে। মাথায় হাত দিয়ে দেখি, হাতও রক্তে ভিজে গেছে। পরে আমার শার্টসহ পরনের জামাকাপড় রক্তে একাকার হয়ে যায়। বন্ধুরা আমাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করিয়েছে।

হাসপাতালে রাফিউরের সঙ্গে থাকা তার বড় বোন খাদিজা হেরা বলেন, গতকাল দুপুর ২টায় ওর মোবাইল থেকে আমার নাম্বারে কল আসে। কল রিসিভ করতেই ওর বন্ধুরা বলে, আহাদ অনেক অসুস্থ, ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। আপনারা আসেন। হাসপাতালে এসে দেখি, ওর সারা শরীর রক্তে মাখা। মাথায় সেলাই চলছে।

তিনি আরও বলেন, পরে জানতে পারলাম, রফিকুল ইসলাম নামের এক শিক্ষক অন্য ছাত্র দুষ্টুমি করার অপরাধে আমার ভাইকে মারধর করেছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি। স্কুল কর্তৃপক্ষও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

ঘটনা সম্পর্কে জানতে অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলামের ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইলে কল দেওয়া হলে রিসিভ করেন রফিকুলের বড় ভাই আবু বক্কর। তিনি বলেন, ঘটনার পর রফিকুল বাসায় মোবাইল রেখে বেরিয়ে গেছেন। এখনও বাসায় ফেরেননি।

শিক্ষকের ছোড়া ডাস্টারের আঘাতে মাথা ফাটলো শিক্ষার্থীর

জানতে চাইলে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরিদুর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর ওই শিক্ষক কলেজ থেকে বেরিয়ে গেছেন। আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি।

অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে- এমন প্রশ্নে অধ্যক্ষ বলেন, তিনি (রফিকুল) ২০২৪ সালে কলেজে অস্থায়ী শিক্ষক হিসেবে যোগ দেন। এজন্য তাকে নোটিশ না দিয়েই স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে কলেজের আর কোনো সম্পর্ক নেই। আহতের পরিবার চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন।

২০১৩ সালের শিশু আইন অনুযায়ী ক্লাসে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতন করা শাস্তিযোগ্য অপরাধ। আইনের ৭১ ধারায় বলা হয়েছে, শিক্ষক, অভিভাবক বা অন্য কেউ কোনো শিশুকে শিক্ষা, শাসন বা অনুশাসনের নামে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধ প্রমাণিত হলে অপরাধীকে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়ই দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

১৮৬০ সালের পেনাল কোডের দণ্ডবিধি ২ অনুযায়ীও শিশুর শারীরিক ক্ষতি করলে তা দণ্ডযোগ্য অপরাধ। এ আইনের ধারা ৩২৫ অনুযায়ী- গুরুতর আঘাতের জন্য সর্বোচ্চ ৭ বছরের জেল ও জরিমানা হতে পারে।

ক্লাসে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন রোধে শিক্ষা মন্ত্রণালয়েরও নির্দেশনা রয়েছে। ২০১০ সালে জারি করা ওই নির্দেশনা অনুযায়ী- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক বা মানসিক শাস্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শিক্ষক এ আইন ভঙ্গ করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাবে। প্রশাসনিক ব্যবস্থার মধ্যে রয়েছে সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলা, চাকরিচ্যুতি এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে আইনি ব্যবস্থা (মামলা)।

জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জাগো নিউজকে বলেন, ক্লাসে শিক্ষার্থীদের ওপর নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো শিক্ষক এ ধরনের কাজে জড়িয়ে পড়েন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থা নিতে পারবে। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডকে জানালেও ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীর পরিবার আইনগত ব্যবস্থাও নিতে পারবে। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সহযোগিতা করতে হবে।

আমার বার্তা/এল/এমই

আমাদের প্রকৃত শিক্ষা শিখতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের সন্তানরা মুখস্থ

আমরা অনেকেই শিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা অনেকেই শিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না। ভালো ভালো

কোটাসহ বেশ কিছু পরিবর্তন এনে স্কুলে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ

সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

কোচিং ব্যবসা বন্ধে ঢাকা বোর্ডের কঠোর নির্দেশনা জারি

সাভার উপজেলার আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে কোচিং ব্যবসা বন্ধসহ মোট ৩টি পৃথক নির্দেশনা দিয়েছে মাধ্যমিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বনাম বিদেশি খেলোয়াড় চিন্তা করলে বাংলাদেশ জিততে পারবে না

খতমে নবুওয়ত মহাসম্মেলনে চার দফা কর্মসূচি ও ছয় দফা ঘোষণা

গ্রহণযোগ্যতা বাড়াতে জাপাকে নির্বাচনের বাইরে রাখা ঠিক হবে না

সুস্থ লিভার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে যে ৩ পানীয় উপকারী

১৩৩ প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করলো গণফোরাম

‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই ঘটনায় জাপা নেতা গ্রেপ্তার

সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের সংঘর্ষে আহত ৩০ জন

ক্রসফায়ার-গুমের ভয় দেখিয়ে সন্ত্রাস দমন করতে চাই না: আইজিপি

দিল্লিতে বসে হাসিনা জ্বালাও-পোড়াওয়ের হুকুম দিচ্ছে: ফখরুল

ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২৬ শুরু

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ১৪তম কমিউনিকেশন সামিট

নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো ফল হবে না: আইজিপি

মানুষ সহজে আপনাদের ভোট দেবে না

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২ জন

বিশ্ববিদ্যালয়গুলোকে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বান পরিবেশ উপদেষ্টার

আমাদের প্রকৃত শিক্ষা শিখতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

তারা গুপ্ত রাজনীতির সঙ্গে মিলেমিশে বোমা হামলা করে: এ্যানি

হাসিনার রায় ঘিরে কোনও নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা