ওটিটি প্লাটফর্মে জনপ্রিয় সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এ অভিনয় করেছেন রোহিত বসফোর। আর দশজন অভিনেতার মতো এই ওয়েব সিরিজটি মুক্তি নিয়ে স্বাভাবিকভাবে বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি।
কিন্তু মুক্তির আগেই রহস্যজনক মৃত্যু হয়েছে অভিনেতার। গুয়াহাটির কাছে গর্ভাঙ্গা জলপ্রপাত থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ।
রোববার (২৭ এপ্রিল) ওই জলপ্রপাতের ধারে পিকনিক করতে গেছিলেন রোহিতসহ আরও ৯ জন। সেখান থেকেই এদিন বিকেলে পুলিশের কাছে একটি ফোনকল যায়।
যেখানে জানানো হয় দুর্ঘটনার কথা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধারকাজ শুরু করে। কিন্তু বাঁচানো যায়নি রোহিতকে। জলপ্রপাত থেকেই অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের এক কর্মকর্তার কথায়, ‘আমরা বিকেল ৪টা নাগাদ খবর পাই এবং সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। এসডিআরএফ-র দল সন্ধ্যা সাড়ে ৬টায় মরদেহ উদ্ধার করে।’
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অসাবধানতাবশত জলপ্রপাতে পড়ে গেছিলেন রোহিত। এখনও পর্যন্ত কোনও অপরাধমূলক ঘটনা জড়িত থাকার প্রমাণ মেলেনি।
যদিও মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রোহিতের পরিবার। তাদের দাবি, রোহিতকে ইচ্ছাকৃতভাবে দূরে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি সাতার জানতেন না ফলে ওই জায়গায় নিজে থেকে যাননি। কারও বিরুদ্ধে সরাসরি আঙুল তোলা হয়নি এক্ষেত্রে।
এ ঘটনায় অভিনেতার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।
আমার বার্তা/এল/এমই