ই-পেপার বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

ভক্তের মৃত্যুতে ফেঁসে যাচ্ছেন আল্লু অর্জুন

আমার বার্তা অনলাইন:
২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯

তারকাকে এক ঝলক দেখার উন্মাদনায় যে আনন্দ শুরু হয়েছিল, সেটাই শেষ পর্যন্ত রূপ নেয় ভয়াবহ ট্র্যাজেডিতে। সেই মর্মান্তিক ঘটনার এক বছরের বেশি সময় পর এবার বড় সিদ্ধান্ত নিল পুলিশ। জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে ভক্তের মৃত্যুর ঘটনায় চার্জশিট দাখিল করা হয়েছে। এটি নতুন করে আলোচনার ঝড় তুলেছে বিনোদন অঙ্গনে।

২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি এক্স রোডস এলাকার সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২ : দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শো চলাকালীন ঘটে যায় ভয়াবহ পদদলনের ঘটনা। আল্লু অর্জুনকে এক নজর দেখার আশায় বিপুল সংখ্যক ভক্ত ভিড় করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই পদদলনে প্রাণ হারান ৩৫ বছর বয়সী এক নারী রেভাথি। গুরুতর আহত হন তার নাবালক ছেলে শ্রীতেজ। তিনি এখনো নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনার এক বছরেরও বেশি সময় পর হায়দরাবাদের নামপল্লি আদালতের নবম অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। চার্জশিটে আল্লু অর্জুনসহ মোট ২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, প্রিমিয়ার শোয়ে অভিনেতার উপস্থিতি আগেই জানা থাকলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি নিরাপত্তাজনিত কারণে পুলিশের পক্ষ থেকে আল্লু অর্জুনের উপস্থিতির অনুমতি দেওয়া হয়নি বলেও চার্জশিটে উল্লেখ রয়েছে। তবুও উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে অভিনেতা সেখানে উপস্থিত হন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যথাযথ সমন্বয় করেননি এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

চার্জশিটে আরও বলা হয়েছে, থিয়েটার কর্তৃপক্ষ ভিড় নিয়ন্ত্রণে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। ভিআইপি অতিথিদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানপথের ব্যবস্থা না থাকাও পরিস্থিতি জটিল করে তোলে। পাশাপাশি অভিনেতার ব্যক্তিগত ম্যানেজার, স্টাফ সদস্য ও আটজন বেসরকারি দেহরক্ষীর আচরণ ভিড়কে আরও উত্তেজিত ও বিপজ্জনক করে তোলে বলে পুলিশের দাবি।

থিয়েটার মালিক ও ব্যবস্থাপনার বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ ধারাসহ জননিরাপত্তা বিপন্ন করার একাধিক ধারা যুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ঘটনার পর ২০২৪ সালের ডিসেম্বরে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। পুলিশ জানিয়েছে, তদন্তে তিনি সহযোগিতা করেছেন।

চার্জশিট দাখিলের মধ্য দিয়ে মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ায় প্রবেশ করল। অন্যদিকে নিহত রেভাথির পরিবার ন্যায়বিচারের পাশাপাশি আহত শিশুটির দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিও পুনর্ব্যক্ত করেছে। এই ঘটনায় শেষ পর্যন্ত আদালত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন তাকিয়ে বিনোদন দুনিয়া।

আমার বার্তা/এল/এমই

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ

নতুন বছরের শুরুতেই আসছে ‘ময়নার চর’

গত বছরের শেষের দিকে সরকারি অনুদানে নির্মিত ‘ময়নার চর’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন মামনুন ইমন। শুটিং

খালেদা জিয়ার প্রস্থান যুগে যুগে মানুষের হৃদয়ে লেখা থাকবে: অপু বিশ্বাস

  আজ ৩০ ডিসেম্বর সকাল ছয়টায় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ আইন কলেজে গভীর শোক

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

২ জানুয়ারির প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন জয়শঙ্কর

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

কক্সবাজারের চারটি সংসদীয় আসনে ২৩ প্রার্থীর মনোনয়ন জমা

খালেদা জিয়াকে সমাহিত করার প্রস্তুতি নিচ্ছে সরকার

ইয়েমেনি বন্দরে সৌদি আরবের নেতৃত্বে বিমান হামলা

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আইএসের বিরুদ্ধে তুরস্ক জুড়ে অভিযান, গ্রেপ্তার ৩৫৭

জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়ার মৃত্যুতে মোনাজাতে কাঁদলেন নারী নেত্রীরা

খালেদা জিয়া দেশের স্বার্থে যেসব পদক্ষেপ নিয়েছিলেন

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

অপারেশন ডেভিল হান্ট: সীতাকুন্ডে কোস্ট গার্ডের অভিযানে আটক ১

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

বিএনপিতে ফিরলেন সংগীতশিল্পী মনির খান

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে চীনা রাষ্ট্রদূতের বার্তা