ই-পেপার রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

বাজারে আসা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে ‘ট্রাম্প মোবাইল’

আমার বার্তা/এল/এমই
১০ জানুয়ারি ২০২৬, ১১:৩০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে বাজারে আনার ঘোষণা দেওয়া সোনালি রঙের স্মার্টফোন ‘ট্রাম্প মোবাইল টি১ (T1 Phone)’ আবারও নির্ধারিত সময়ের মধ্যে বাজারে আসেনি। একের পর এক ঘোষিত সময়সীমা পার হলেও ফোনটির কোনো অস্তিত্ব এখনো দেখা যায়নি। প্রযুক্তি বিশ্লেষকদের একাংশ বলছেন, এই ফোন আদৌ বাজারে আসবে কি না, তা নিয়েই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে।

২০২৫ সালের জুন মাসে প্রথমবারের মতো ‘ট্রাম্প মোবাইল টি১ ফোন’-এর ঘোষণা দেওয়া হয়। তখন জানানো হয়েছিল, ফোনটি আগস্ট অথবা সেপ্টেম্বরের মধ্যেই গ্রাহকদের হাতে পৌঁছে যাবে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও ফোনটির কোনো খোঁজ মেলেনি। পরে ট্রাম্প মোবাইলের ওয়েবসাইটে ফোনটির সম্ভাব্য মুক্তির সময় পরিবর্তন করে লেখা হয়— ‘চলতি বছরের শেষ দিকে’।

এই ‘চলতি বছরের শেষ দিকে’ বলতে ২০২৫ সালের শেষ নাগাদ ফোনটি বাজারে আসবে। এমনটাই ধরে নিয়েছিলেন ক্রেতা ও পর্যবেক্ষকেরা। কিন্তু ২০২৬ সাল শুরু হওয়ার পরও ফোনটির কোনো আপডেট নেই। এখনো ওয়েবসাইটে একই বাক্য ‘লেটার দিস ইয়ার’ লেখা থাকলেও কোন বছরের কথা বলা হচ্ছে, তা স্পষ্ট নয়।

সবচেয়ে বিতর্কের বিষয় হলো, ফোনটি এখনো বাজারে না এলেও আগাম বুকিং বাবদ গ্রাহকদের কাছ থেকে ১০০ ডলার করে প্রি-অর্ডার নেওয়া হয়েছে। কিন্তু যারা এই অর্থ দিয়েছেন, তাদের হাতে এখনো কোনো ফোন পৌঁছায়নি। এমনকি নির্দিষ্ট কোনো নতুন মুক্তির তারিখও জানানো হয়নি।

ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ২০২৫ সালের ডিসেম্বরে ট্রাম্প মোবাইলের কাস্টমার সার্ভিস বিভাগ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমে অচলাবস্থার (গভর্নমেন্ট শাটডাউন) কারণে ফোনটির উৎপাদন ও সরবরাহ বিলম্বিত হয়েছে। তখনই তারা ইঙ্গিত দিয়েছিল, বছরের শেষ নাগাদ ফোনটি বাজারে আসার সম্ভাবনা কম। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে।

শুরুতে ট্রাম্প মোবাইল দাবি করেছিল, টি১ ফোনটি পুরোপুরি যুক্তরাষ্ট্রে তৈরি হবে। কিন্তু পরে সেই অবস্থান থেকেও সরে আসে প্রতিষ্ঠানটি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফোনটির উৎপাদন প্রক্রিয়া ও সরবরাহ ব্যবস্থা নিয়ে একাধিক জটিলতা দেখা দিয়েছে।

এ ছাড়া ট্রাম্প মোবাইলের নেটওয়ার্ক পরিষেবা নিয়েও অভিযোগ উঠেছে। যারা এই নেটওয়ার্ক ব্যবহার করেছেন, তাদের অনেকেই সীমাবদ্ধতা, দুর্বল সেবা ও নানা প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়েছেন।

ফোনটির ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান আইডিসি-এর বিশ্লেষক ফ্রান্সিসকো জেরোনিমো। তিনি পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এই ফোন নিয়ে শুরু থেকেই আমরা সন্দিহান ছিলাম। সম্ভবত তারা এখন বুঝতে পারছে— একটি স্মার্টফোন তৈরি করা যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে তা নয়। দেখা যাক, আদৌ এই ফোন বাস্তব রূপ পায় কি না।”

২০২৬ সাল শুরু হয়ে যাওয়ার পরও ট্রাম্প মোবাইল টি১ ফোনের কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, যদি ফোনটি শেষ পর্যন্ত বাজারে এসেও যায়, তাহলে সেটি ঘোষণার সময় দেওয়া প্রতিশ্রুতি ও বৈশিষ্ট্যের সঙ্গে মিল নাও থাকতে পারে।

সব মিলিয়ে, ডোনাল্ড ট্রাম্পের নামের সঙ্গে যুক্ত এই ‘গোল্ডেন ফোন’ এখন পর্যন্ত রয়ে গেছে শুধু ঘোষণাতেই। ক্রেতা ও সমর্থকদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। প্রশ্ন একটাই— এই ফোন কি সত্যিই বাজারে আসবে, নাকি এটি আরেকটি অপূর্ণ রাজনৈতিক-ব্যবসায়িক প্রতিশ্রুতি হিসেবেই থেকে যাবে?

আমার বার্তা অনলাইন:

বেসিস ডিজিটাল মার্কেটিং-কনটেন্ট সার্ভিসেস কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বেসিস) ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস বিষয়ক নতুন স্ট্যান্ডিং কমিটির

সিইএস ২০২৬: নস্টালজিয়া ছাড়িয়ে নতুন পথে মটোরোলা

মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হয়েছে প্রযুক্তির বড় মেলা সিইএস ২০২৬। সেখানেই নতুন ফোল্ডেবল ফোন

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন এআই ফিচার

আজকাল ছবি এডিট করা আর তেমন বড় কোনো ব্যাপার নয়। আগে যেখানে পেশাদার এডিটরদের অনেক

উবারের নতুন রোবট্যাক্সি লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু

স্বয়ংচালিত গাড়ির প্রতিযোগিতায় নতুন ধাপ যোগ করল উবার। লুসিড মোটরস ও স্বয়ংচালিত প্রযুক্তি প্রতিষ্ঠান নুরোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাগজ বা আইন দিয়ে সুশাসন প্রতিষ্ঠা হয় না: ড. আসিফ নজরুল

রাজধানীর বনশ্রীতে দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা

আইস কর্মকর্তার গুলিতে নারীর মৃত্যু, যুক্তরাষ্ট্রজুড়ে ক্ষোভের বিস্ফোরণ

সিরিয়ায় আইএস ঘাঁটিতে ব্যাপক মার্কিন হামলা

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা শহর

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো আইজেএফ ফ্যামিলি ডে–২০২৬

সোমালিয়ার সার্বভৌমত্বের পক্ষে বাংলাদেশের সমর্থন

পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৭ ডিগ্রি

ইসিতে আপিল শুনানির দ্বিতীয় দিন আজ, প্রথম দিনে ৫২ আবেদন মঞ্জুর

ইরানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি, ২ হাজার নিহতের শঙ্কা

১১ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরানের

চাকরি খোঁজা নয়, উদ্যোক্তা হওয়াই হোক আগামীর লক্ষ্য: ড. আব্দুল মজিদ

ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশে রেড লাইন ঘোষণা করল সেনাবাহিনী

বিএনপির নির্বাচনী আইনি সহায়তা কমিটির টিম লিডার ব্যারিস্টার কাজল

দিয়ামনি ই কমিউনিকেশনের পাবনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়

দেশেই চালু হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টসহ বিশ্বমানের গ্যাস্ট্রো চিকিৎসা

বিড়িতে সুখ টানের মধ্যেও দাঁড়িপাল্লায় ভোট চাইতে বলা প্রার্থীকে শোকজ

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিলেন চাকসুর শিবির নেতারা