ই-পেপার বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনকে কারাগারে প্রেরণ

আমার বার্তা অনলাইন:
১৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৫১

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে করা সাতদিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. মাজহারুল ইসলাম খাদিজা ইয়াসমিনকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফাতেহ আলী এবং তার মেয়ে খাদিজা ইয়াসমিন রাজধানীর মগবাজার ও হাতিরঝিল এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু করেন। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে তারা যুবদল নেতা আরিফ সিকদারকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেন।

এরই ধারাবাহিকতায় তাদের প্রত্যক্ষ প্ররোচনা ও পরিকল্পনায় ভিকটিম আরিফ সিকদারকে হত্যা করা হয় বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, নিহত আরিফ সিকদারের মৃত্যুর ঘটনায় খাদিজা ইয়াসমিনের সম্পৃক্ততার বিষয়ে তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তার সাতদিনের রিমান্ড প্রয়োজন।

তবে এদিন মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় আদালত খাদিজা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি নথিপ্রাপ্তি সাপেক্ষে রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, নিহত আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন।

গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে আরিফ সিকদার মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

এর আগে এ মামলায় সুব্রত বাইনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আমার বার্তা/এলএমই

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে শতাধিক গুম-নির্যাতন ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক

আরও তিন খুনের মামলায় জামিন পেলেন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ আরও তিন খুনের মামলায় উচ্চ আদালত থেকে

ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচার করার দাবি ইনুর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করতে আবেদন করেছেন সাবেক মন্ত্রী ও জাসদ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর রিমান্ডে

উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

শেরপুরে ৪ ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুটি বোট জব্দ, ২৩ জন গ্রেপ্তার

ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক হলেন যে দুই জন

পরিবেশ ও জনস্বাস্থ্যকে কেন্দ্রে রেখে উন্নয়ন পরিকল্পনার আহ্বান

মধ্যস্বত্বভোগীদের দখলে সবজির বাজার, কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত কৃষক

নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স নিয়ে ইসির সঙ্গে স্বরাষ্ট্রের আলোচনা হয়নি: ইসি সচিব

জামায়াতের প্রার্থীকে বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চাইতে বললেন এ্যানি

পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে ৪-৫ বছর লাগে: গভর্নর

বাড্ডায় লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচিতে পুলিশের বাধা

কবরের ফিতনা ও আজাব থেকে মুক্তির দোয়া

ইউসিবিএল থেকে ৫৬ কোটি টাকা আত্মসাতে ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা গ্রেপ্তার

টেকসই নদী শাসন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে: পরিবেশ উপদেষ্টা

বাংলাদেশ যেন আবারও ফ্যাসিবাদের পরিচিতি না পায়: মঈন খান

বিগত ১৭ বছরের মতো পরিস্থিতি যেন ভবিষ্যতে আর তৈরি না হয়

বিমানবন্দরের নাম পরিবর্তন ছিল ফ্যাসিস্ট শক্তির কুটিল চক্রান্ত: আলাল

নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে উদযাপিত হল মহান বিজয় দিবস

বিজয় দিবসে ঢাবিতে অনুষ্ঠিত হল ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রীতিভোজ