ই-পেপার বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

ইংলিশ প্রিমিয়ার লিগের জয়ে ফিরল লিভারপুল-বায়ার্ন

আমার বার্তা অনলাইন:
১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯

আর্নে স্লটের প্রথম মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে সুসময়ে ফেরার আভাস দিয়েছিল লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগেও লম্বা সময় তারা রাজত্ব করেছিল। কিন্তু চলতি মৌসুমে দৃশ্যপট সম্পূর্ণ উল্টো, প্রিমিয়ার লিগের সর্বশেষ ৫ ম্যাচে জয় স্রেফ একটি। পিএসভির কাছে আগের ম্যাচ ডেতে বিধ্বস্ত হওয়ার পর এবার তারা ইন্টার মিলানকে হারিয়েছে। একইদিন জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও অ্যাতলেটিকো মাদ্রিদ।

মিলানের মাঠ সান সিরোয় প্রায় সমান তালে লড়েছে লিভারপুল ও স্বাগতিক ইন্টার। গোলের জন্য সমান ১২টি শট নিয়ে লিভারপুল ৬ এবং ইন্টার ২টি লক্ষ্যে রাখতে পেরেছিল। ম্যাচের শুরু থেকে দুই দলই ছিল বেশ সতর্ক। ঘর সামলে রাখাই ছিল তাদের মূল লক্ষ্য। ফলে প্রধমার্ধে যেমন খেলায় গতি ছিল না, তেমনি একের পর এক ফাউল আরও বিরক্তি বাড়িয়েছে। প্রথমার্ধেই অলরেডরা এগিয়ে যেতে পারত, ইব্রাহিমা কোনাতের বল ইন্টারের গোললাইন অতিক্রম করলেও, পরমুহূর্তে দেখা যায় হুগো একিটিকের হাতে লেগেছে বল।

দ্বিতীয়ার্ধে খেলায় গতি ফিরলেও সেসব কার্যকরী হচ্ছিল না। শেষ পর্যন্ত ডেডলক ভেঙেছে পেনাল্টিতে। ৮৬তম মিনিটে ডি-বক্সে ফ্লোরিয়ান ভির্টজকে পেছন থেকে টেনে ফেলে দেওয়ায় লিভারপুল পেনাল্টি পায়। স্পট ক্রিকে গোল করেছেন ডোমিনিক সোবোজলাই। সেটাই তাদের ১-০ ব্যবধানে জয় এনে দেয়। এই হারে মৌসুমের শুরুর দিকে টেবিলের ওপরের দিকে থাকা ইন্টার পাঁচে নেমে গেছে। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১২। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে লিভারপুল।

অন্যদিকে, ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ সফরকারী স্পোর্টিং লিসবনকে আক্রমণে তটস্থ রাখলে প্রথমার্ধে ছিল গোলশূন্য। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে আর্সেনালের কাছে হারা বাভারিয়ানরা দাপটের মাঝেই গতকাল প্রথম গোলটি খায়। অবশ্য স্পোর্টিং লিসবন লক্ষ্যে কোনো শট না নিয়েই লিড পেয়ে যায়। জশুয়া কিমিচ আত্মঘাতী গোল করেন ৫৪ মিনিটে। হয়তো সেটাই ছিল ভিনসেন্ট কোম্পানির দলের নড়েচড়ে বসার উপলক্ষ্য। ঘুরে দাঁড়িয়ে তারা ১২ মিনিটের মাঝেই তিনবার স্পোর্টিংয়ের জালে বল জড়ায়।

৬৫ মিনিটে জার্মান তারকা সার্জে গ্যানাব্রি তাদের সমতায় ফেরান। এরপর ৬৯ মিনিটে লেনার্ট কার্লের গোলে লিড এবং ৭৭ মিনিটে ব্যবধান আরও বাড়ান জোনাথন টাহ। যা বায়ার্নের ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে। পুরো ম্যাচে ৫৫ শতাংশের বেশি পজেশন রেখে গোলের জন্য ২৩ শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে তারা। লিসবন চারটির মধ্যে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের সময়টা কাটছে ভালো-মন্দের মিশেলে। পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে খেলার শুরুতেই তারা পিছিয়ে পড়েছিল। এরপর তিন গোল দিয়ে প্রতিপক্ষকে চেপে ধরে দিয়েগো সিমিওনের দল। দারুণ ফর্মে থাকা হুলিয়ান আলভারেজের গোলেই মূলত ৩৭ মিনিটে সমতায় ফেরে অ্যাতলেটিকো। এরপর ডেভিড হ্যাঙ্কো ও আলেকজান্ডার সোরলোথ স্কোরলাইন ৩-১ করেন। ৮৫ মিনিটে রোমাঞ্চ ছড়িয়ে পিএসভি আরেকটি গোল করে। তবে রিকার্ডো পেপির গোলটি ব্যবধান কমিয়েছে কেবল।

৩-২ ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করছে অ্যাতলেটিকো। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১২। সমান পয়েন্ট পেয়েছে তাদের ওপরে থাকা পিএসজি, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ এবং পরের অবস্থানে থাকা লিভারপুল। তবে পিএসজি ও রিয়াল একটি ম্যাচ কম খেলেছে।

আমার বার্তা/এল/এমই

ভারতকে হারানোর পুরস্কার ৭ লাখ টাকা করে পেলেন হামজারা

এশিয়ান কাপ বাছাইয়ে ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ১-০ গোলে ভারতকে হারিয়েছিল। ২২ বছর পর বাংলাদেশ

এনসিএল টি-টোয়েন্টির পর এবার লাল বলেও চ্যাম্পিয়ন রংপুর

আকবর আলির নেতৃত্বে গত অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর বিভাগ।

বেগম রোকেয়া পদক ঋতুপর্ণার কাছে ‘বিশেষ’

বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। আজ (৯ ডিসেম্বর) তার জন্ম ও মৃত্যুবার্ষিকী। এদিন বাংলাদেশ

আইপিএল নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার, বাদ পড়েছেন সাকিব

আসন্ন আইপিএল নিলামের জন্য চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। ৩৫০ জন ক্রিকেটারের এই বিশেষ তালিকায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা

কুড়িগ্রামে শীত ও ঠান্ডায় স্থবির জনজীবন

বালিয়াকান্দি-মধুখালী রুটে আবারও বন্ধ রয়েছে বাস চলাচল

‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করল যুক্তরাষ্ট্র

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার

নির্বাচনে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৩ লাখ ৭ হাজার

সকালে ১৬ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত

১১ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

খুবি প্রশাসনের উদাসীনতায় কুআ’র পুনর্মিলনী স্থগিত

তফসিল ঘোষণার পরই ২ উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে: প্রেস সচিব

মানবাধিকার দিবসে মানবিক আন্দোলন বাংলাদেশের বর্ণাঢ্য র‌্যালি

আসিফ-মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

দেশ রক্ষায় যুদ্ধে নামতে হবে নয়তো দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

ভারতকে হারানোর পুরস্কার ৭ লাখ টাকা করে পেলেন হামজারা

ভারতের কারাগারে আটক থাকা ৩২ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর

বেসরকারি শিক্ষক নিবন্ধনে নতুন গেজেট প্রকাশ, পরীক্ষায় আসছে পরিবর্তন

নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

১৫৯ জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসা নিয়েছেন: পররাষ্ট্র উপদেষ্টা