
ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও তলানিতে ঠেকছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলমান বিপিএলের সঞ্চালক প্যানেল থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে সরিয়ে দিয়েছে।
আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্কে দ্রুত অবনতি ঘটছে। তার সবশেষ প্রভাব পড়ল বাংলাদেশের সঞ্চালক প্যানেলে। ভারতীয় ক্রীড়া সম্প্রচারে বেশ পরিচিত মুখ রিধিমা। পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে তিনিও এবারের বিপিএলে ছিলেন পরিচিত মুখ।
গতকাল (মঙ্গলবার) বিসিবির এক কর্মকর্তা খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বিভিন্ন গোষ্ঠীর হুমকির মুখে রিধিমাকে সরিয়ে দেওয়া হয়েছে।
গত ৩ জানুয়ারি বিসিসিআইর নির্দেশে আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। তারপর থেকে দুই দেশের মধ্যে রেষারেষি চলছে। বাংলাদেশ আসন্ন আইপিএল সম্প্রচার না করার ঘোষণা দিয়েছে। এছাড়া বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা আইসিসিকে ভারতের বাইরে তাদের বিশ্বকাপ ম্যাচগুলো সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করতে অনুরোধ করেছে। তবে শোনা যাচ্ছে, আইসিসি বাংলাদেশকে জানিয়ে দিয়েছে- হয় ভারতেই তাদেরকে খেলতে হবে নয়তো ওয়াকওভার করতে হবে।

