ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ‘কমপ্লিট শাটডাউন’ শুরু হয়।
জানা গেছে, শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতরে বিভিন্ন করিডরে বিক্ষোভ-মিছিল করেন। তারা সবাইকে বের করে পরে বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন।
দেশের সরকারি-বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির সদস্য আটজন। গত ২২ এপ্রিল বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, এ কমিটি তিন সপ্তাহের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়ন রূপরেখার একটি প্রতিবেদন দাখিল করবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।
আমার বার্তা/এল/এমই