ই-পেপার মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

শিক্ষার্থীদের মানবাধিকারের পক্ষে কাজ করবে 'ঢাবি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন'

আমার বার্তা অনলাইন:
২৮ এপ্রিল ২০২৫, ১২:৩৬

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংখ্যালঘু অধিকার ও জাতিগত সম্প্রীতি রক্ষা, শিশু অধিকার নিশ্চিত, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা ও প্রয়োজনে আইনী পরামর্শ সহয়তা প্রদানসহ ক্যাম্পাসে মানবাধিকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা তৈরিতে কাজ করবে 'ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন'। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলেও সংগঠনটি শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে।'

গতকাল রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন আয়োজকরা এসব কথা জানান। তাঁরা জানান, ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে গণরুম, গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে নির্যাতনের ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের হলগুলো আর কখনো এই সংস্কৃতি যেন ফেরত না আসে সেই লক্ষ্যে কাজ করবে সংগঠনটি।

'রাইজ ফর রাইটস'-এই স্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার সংগঠনটি ২৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করে। রবিবার (২৭ এপ্রিল) সংবাদ সম্মেলনে সেই কমিটি প্রকাশ করা হয়। সংগঠনটির আহ্বায়ক হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাহমিদ সাকিব এবং সদস্য সচিব ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার বিভাগের শিক্ষার্থী পত্র নন্দিতা।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হয়েছেন ইসমাঈল নাহিদ ও যুগ্ম সদস্য সচিব হয়েছেন রুকাইয়া রচনা।

সংবাদ সম্মেলন 'ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের' আহ্বায়ক তাহমিদ সাকিব বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সংখ্যালঘু অধিকারও জাতিগত সম্প্রীতি রক্ষা, শিশু অধিকার নিশ্চিত, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা ও প্রয়োজনে আইনী সহয়তা প্রদানসহ ক্যাম্পাসে মানবাধিকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা তৈরিতে কাজ করবে 'ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন'। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলেও সংগঠনটি শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে।'

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী নিপীড়নের ঘটনাগুলো আমরা দেখেছি। বিভিন্ন সময় অসংখ্য যৌন নিপীড়নের অভিযোগ ওঠেছে বিভিন্ন শিক্ষকের বিরুদ্ধে, কিন্তু সেগুলোর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জোরালো ভূমিকা আমরা দেখিনি। নারী শিক্ষার্থীরা এখনো ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভোগে। অসংখ্য নারী নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্তের ঘটনা আমরা দেখি না। এই সংগঠনটি এই বিষয়গুলো নিয়ে কাজ করবে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব পত্র নন্দিতা বলেন, বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অপ্রতুল নয়।

আহরহ ঘটে। বিশেষ করে রাজনৈতিক পরিসরে। এর বাইরে প্রাতিষ্ঠানিক কাঠামোতেও এটা বিদ্যমান। এ বিষয়ে সচেতনতা তৈরি, ডকুমেন্টশন এবং অধিকার আদায়ে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন।

তিনি বলেন, 'ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে গণরুম, গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে নির্যাতনের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আর কখনো এই সংস্কৃতি যেন ফেরত না আসে সেই লক্ষ্যে কাজ করবে সংগঠনটি।'

যেসব কার্যক্রম পরিচালনা করবে

সংগঠনটি কী ধরনের কার্যক্রম পরিচালনা করবে এ বিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ইসমাঈল নাহিদ বলেন, 'নিয়মিত বিরতিতে আমরা পর্যবেক্ষণ রিপোর্ট প্রকাশ করব, যেখানে কতগুলো নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা কেমন ছিল সেগুলো তুলে ধরা হবে। তাছাড়া সচেতনতামূলক বিভিন্ন ক্যাম্পেইন, সভা, সেমিনার, মানববন্ধনসহ বিশ্ববিদ্যালয়ের কাছে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আমরা ডকুমেন্টেশন করে প্রতিবছর একটি শ্বেতপত্র প্রদান করব।'

কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এর সদস্য তাপসী রাবেয়া আরো বলেন, 'বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনদের মতবিনিময় সভা, আইন ও মানবাধিকার সম্পর্কিত ট্রেনিং প্রোগ্রাম ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরি করার পাশাপাশি দেশি এবং আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার আয়োজন করা হবে।'

২৫ সদস্যের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আরো আছেন, তাপসী রাবেয়া, হুরে জান্নাত, তাজফিহা উখরোজ, সামিয়া মাসুদ, সুরমি চাকমা, নাফিসা নুজহাত, ইসরাত জাহান, আবদুল্লাহ আজিমসহ অনেকে। আহ্বায়ক কমিটি ঘোষণা করেন, সদস্য ইসরাত জাহান।

আমার বার্তা/এল/এমই

জবির ঝুঁকিপূর্ণ অবকাশ ভবন, দেয়াল ধসে কর্মচারী আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অবকাশ ভবনের ছাদের একটি অংশ ভেঙে পড়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে ‘কমপ্লিট শাটডাউন’

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানটির

জুলাই আন্দোলনকারীর ওপর ছাত্রদলের হামলা, শিক্ষার্থীদের প্রতিবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকরাম হোসেনকে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে পিটিয়ে পুলিশের নিকট

নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে টিকাদান সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি

বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) পাবলিক হেলথ বিভাগ আজ এক প্রাণবন্ত ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ সেশনে ব্যাটিং ধসে ৬৪ রানের লিড নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ

গাজীপুর সিটির সাবেক মেয়র মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

বাংলাদেশি সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান

শেয়ারবাজারে দরপতনের ধারা অব্যাহত রয়েছে

প্রাথমিকে ৮ হাজার সহকারী শিক্ষক পদ শূন্য, শিগগির বড় বিজ্ঞপ্তি

রাজধানীতে পৃথক দুই ট্রেনের ধাক্কায় নিহত ২

নাটকীয়তার টাইব্রেকার শেষে চ্যাম্পিয়ন কিংস

মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জয় আবাহনীর

ফ্যাসিস্ট হাসিনার দোসরদের পদোন্নতি, দক্ষ ব্যাংকারদের বঞ্চনা

চিনের রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ২২ জনের

গাজার জনগণের প্রতি মানবিক সহায়তা দিয়েছে হামদর্দ

বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

এনআইডির সাথে পাসপোর্টও আমলে নিতে হবে

প্রাক্তনের সঙ্গে দেখা হলে যা করবেন

জবির ঝুঁকিপূর্ণ অবকাশ ভবন, দেয়াল ধসে কর্মচারী আহত

দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব পলিটেকনিক

ইসলামী ব্যাংক চালু করলো হজ প্রিপেইড কার্ড

জান্নাতুল বাকিতে যে বিখ্যাত সাহাবিদের কবর রয়েছে

নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের

চাঁদপুরে ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরির কারখানায় জরিমানা