জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মরণে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো একটি অনবদ্য আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই ব্যতিক্রমী আয়োজনে শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
আলোচনা পর্বে বক্তারা জুলাইয়ের সাহসী যোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে শহীদ পরিবার এবং আন্দোলনের সম্মুখ সারির অংশগ্রহণকারীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দেশপ্রেমে উজ্জীবিত গান, আবৃত্তি ও নাটিকায় ভরপুর এই আয়োজন উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শহীদ পরিবারের সদস্য, আন্দোলনের সহযোদ্ধা এবং গণমাধ্যমের সাংবাদিকরা।
এই আয়োজনে জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে জাতির ইতিহাস ও গৌরবময় অধ্যায়ের স্মৃতিচারণ করে প্রজন্ম থেকে প্রজন্মে তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।