ই-পেপার বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

ভারতের কারাগারে আটক থাকা ৩২ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর

আমার বার্তা অনলাইন:
১০ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৯

টানা ৩ মাস ধরে ভারতের কারাগারে থাকা ৩২ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর করেছে মোংলার কোস্টগার্ড পশ্চিম জোন। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে প্রধান কার্যালয়ে এই জেলেদের আনুষ্ঠনিকভাবে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ ও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতা ও বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে এই জেলেদের বিনিময় করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোন জানায়, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত ১২ জুলাই এবং ২ আগস্ট এফবি মা মঙ্গল চন্ডি-৩৮, এফবি ঝড় এবং এফবি পারমিতা-৪ নামের ৩টি ভারতীয় ফিশিং বোটসহ ৪৭ জন জেলেসহ আটক করে।

অপরদিকে, গত ১২ এবং ১৭ সেপ্টেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ২টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৩২ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড।

অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। তার অংশ হিসেবে ৯ ডিসেম্বর বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ৪৭ জন ভারতীয় জেলেকে ৩টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একই সঙ্গে ভারতে আটক থাকা ৩২ জন বাংলাদেশি জেলেসহ একটি ফিশিং বোট ‘এফবি মায়ের দোয়া’ ভারতীয় কোস্টগার্ড হতে বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে এবং অপর একটি বোট গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তারা।

কোস্টগার্ড যুদ্ধ জাহাজ বিসিজিএস কামরুজ্জামানের অধিনায়ক কমান্ডার শুয়াইব বখতিয়ার রানা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় দুই দেশে বন্দি থাকা জেলেদের হস্তান্তর করা হয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশি সম্পদ রক্ষা ও জেলেদের স্বার্থ্য রক্ষায় এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে জেলেরা জানান, ভারতের জেলে থাকা অবস্থায় বাংলাদেশি জেলেদের নির্যাতন করা হয়েছে। তাদের মাছ, নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যাওয়া হয়েছে। তবে ভারত থেকে ফিরিয়ে আনায় কোস্টগার্ড ও সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেন তারা।

অন্যদিকে ৩২ জেলে ছাড়াও ভারতের জেলে শতাধিক মৎস্যজীবীসহ বিভিন্ন অপরাধে আটক বাংলাদেশিরা রয়েছেন। তারা ওখানে মানবেতর জীবনযাপন করছে। বাংলাদেশ সরকারের কাছে ভারতে আটক জেলেসহ অন্যান্যদের ফিরিয়ে আনার দাবি জানান জেলেরা।

ভারতের হাতে আটক হয়ে ফেরত আসা জেলে মো. ইউনুস বলেন, তিন মাস ভারতের জেলে ছিলাম। ভারতের জেলে থাকা অবস্থায় আমাদের অমানসিক নির্যাতন করেছে। সেখানে আমার মতো আরও অনেক বাংলাদেশি আটক আছে। আমাদের কষ্টের শেষ নেই। সরকারের কাছে অনুরোধ, তাদেরও যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।

আরেক জেলে মো. তরিকুল ইসলাম বলেন, ভারতের জেলে প্রতিদিন আতঙ্কে ছিলাম। পরিবার কি অবস্থায় আছে জানতাম না। দেশে ফিরে যেন নতুন জীবন পেলাম। কিন্তু সেখানে এখনও বহু বাংলাদেশি আছে তাদেরও ফেরত আনার দাবি জানাই।

টলার শ্রমিক তরিকুলের ভাই হাসিব বলেন, তিন মাস ধরে দিন-রাত শুধু একটা কথাই চিন্তা করেছি—সে বেঁচে আছে তো? ভাইয়ের বাচ্চাদের কাছে বাবার খবর দিতে পারিনি। আজ তাকে জীবিত দেখে মনে হচ্ছে আল্লাহ আবার আমাদের নতুন জীবন দিলেন। সরকার আর কোস্টগার্ডের কাছে দোয়া করি যারা এখনো ফেরেনি, তাদেরও যেন দ্রুত আনা হয়।

টলার মালিক মাওলানা ফখরুল ইসলাম বলেন, দীর্ঘ তিন মাস ৭ দিন আগে ভোলা থেকে সাগরে মাছ ধরতে যাই। ঝড়ে পথ হারিয়ে ভারতীয় বিএসএফ আমাদের আটক করে নিয়ে যায়। এরপর আমাদের সঙ্গে সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে জানতে পারি জেলাখানায় রাখা হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ কোস্ট গার্ড তাদের উদ্ধার করেছে—এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমার টলারের ১৯ জন জেলেকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে ভারতীয় জেলেদের ক্ষেত্রেও মানবিক আচরণের অনুরোধ জানাই।

আমার বার্তা/এমই

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান থেকে ১০ হাজার কেজি জাটকা জব্দ

নারায়ণগঞ্জের কাঁচপুরে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার

নরসিংদীর চরে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে

গজারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ বিরোধী দিবসে র‌্যালি ও মানববন্ধন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং

রাজবাড়ীতে মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরি

রাজবাড়ীতে রাতের আঁধারে মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরির অভিযোগ উঠেছে।  মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

খুবি প্রশাসনের উদাসীনতায় কুআ’র পুনর্মিলনী স্থগিত

তফসিল ঘোষণার পরই ২ উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে: প্রেস সচিব

মানবাধিকার দিবসে মানবিক আন্দোলন বাংলাদেশের বর্ণাঢ্য র‌্যালি

আসিফ-মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

দেশ রক্ষায় যুদ্ধে নামতে হবে নয়তো দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

ভারতকে হারানোর পুরস্কার ৭ লাখ টাকা করে পেলেন হামজারা

ভারতের কারাগারে আটক থাকা ৩২ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর

বেসরকারি শিক্ষক নিবন্ধনে নতুন গেজেট প্রকাশ, পরীক্ষায় আসছে পরিবর্তন

নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

১৫৯ জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসা নিয়েছেন: পররাষ্ট্র উপদেষ্টা

মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান

অটোমোবাইল শিল্পে সমন্বিত নীতিমালা প্রণয়নের আহ্বান

কৃষি সম্প্রসারণে কৃষিবিদদের অধিকার নিশ্চিতের দাবিতে বাকৃবিতে মানববন্ধন

গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না, সেই শঙ্কা এখনো কাটছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান থেকে ১০ হাজার কেজি জাটকা জব্দ

২০ শতাংশ ভাতার দাবিতে সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

২-৪-১০ দিনের মধ্যে ফিরতে পারেন তারেক রহমান: এ্যানি

রাজনৈতিক স্বার্থ-মতের কারণে কখনো অন্যের অধিকার হরণ করা যায় না