
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নে বাঁধাকপির ভালো ফলন হয়েছে, বিশেষ করে শীতের শুরুতে আগাম চাষে কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন, কারণ এখানকার মাটি উর্বর এবং আবহাওয়া অনুকূল। কৃষকরা অধিক ফলন ও লাভের আশায় নিড়ানি ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন, যদিও কীটনাশকের দাম বৃদ্ধি ও উৎপাদন খরচ বেশি হওয়ায় মাঝে মাঝে লোকসানের ঝুঁকি থাকে, তবে ভালো ফলন হলে কৃষকরা লাভবান হন বলে আশা করেন।
বাম্পার ফলনের আশা: উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে ঝিনাইদহের কৃষকরা বাঁধাকপির বাম্পার ফলন পাচ্ছেন। কৃষকরা দিনরাত খেত পরিচর্যা ও নিড়ানির কাজে ব্যস্ত, যা ভালো ফলনের জন্য জরুরি।
চাষের খরচ (বীজ, সার, সেচ, শ্রমিক) বেশি হলেও, ভালো ফলন ও দাম পেলে কৃষকরা লাভবান হন। কখনও কখনও কীটনাশকের উচ্চ মূল্য এবং কম বাজার দর কৃষকদের লোকসানের মুখে ফেলে।
কৃষি বিভাগের ভূমিকা: কৃষি অফিসের পরামর্শে কৃষকরা বাঁধাকপি চাষে আগ্রহী হচ্ছেন।
ঝিনাইদহের কৃষকরা, বিশেষত সদর উপজেলার শৈলকুপা ইউনিয়নের মতো অঞ্চলে, শীতকালে বাঁধাকপির ভালো ফলন পাচ্ছেন। এখানকার উর্বর মাটি এবং আবহাওয়া এই ফসলের জন্য খুবই উপযোগী, যার ফলে কৃষকরা আগাম চাষ করে ভালো ফলন ও লাভ আশা করছেন।
আমার বার্তা/এল/এমই

