
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হতদরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দিন ব্যাপী তারাবো পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে রূপসী নিউ মডেল স্কুল মাঠে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাবো পৌর বিএনপি'র সভাপতি তাশিক হক ওসমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া, তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহমুদ, তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্লাসহ আরো অনেকে।
দিন ব্যাপী মেডিসিন বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, নাক কান ও গলা বিভাগ বিশেষজ্ঞ, চর্ম ও যৌন বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ ও অর্থপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকগন দরিদ্র রোগীদের মাঝে চিকিৎসা সেবা দেন এবং ওষুধ বিতরণ করেন।
আমার বার্তা/এমই

