বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিভুক্ত মাদ্রাসাগুলোতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা বিশেষ বিবেচনায় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে যারা আগে রেজিস্ট্রেশন থেকে বাদ পড়েছে, শুধু তাদের বিলম্ব ফিতে অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে।
সম্প্রতি বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এই সুযোগে আগামী ২৯ আগস্ট পর্যন্ত সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। ফি জমা হওয়ার পর শিক্ষার্থীর তথ্য ই-এসএফে নতুন করে এন্ট্রি দেওয়ার অপশন পাওয়া যাবে। এক্ষেত্রে আগে এন্ট্রি করা শিক্ষার্থীদের তথ্য এডিট বা ডিলেট করার কোনো সুযোগ থাকছে না। তথ্য এন্ট্রির শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট পর্যন্ত। সময় শেষ হলে আর কোনোভাবেই নতুন রেজিস্ট্রেশন গ্রহণযোগ্য হবে না।
বোর্ড কর্তৃপক্ষ বলেছে, শুধু বিলম্ব ফিতে নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্ভব হবে এবং এটি অবশ্যই মাদ্রাসার মাধ্যমে সম্পন্ন করতে হবে। আর রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোনো কারিগরি সমস্যা সমাধানে ইআইআইএন (এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর) উল্লেখ করে ০১৭১৩-০৬৮৯০৯ নম্বরে অফিস সময়ের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে।
আমার বার্তা/এল/এমই