ই-পেপার রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

সরবরাহ বাড়ার পরও ইলিশের কেজি ২ হাজারের বেশি

আমার বার্তা অনলাইন
১৭ আগস্ট ২০২৫, ১৪:৪৭

রাজধানীর বাজারে ইলিশের সরবরাহ আগের চেয়ে বেড়েছে। তবু দাম সেই অর্থে কমছে না। মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় দাম ছিল আকাশচুম্বী। এখন কিছুটা কমেছে, তবে সেটিও অনেক বেশি। ভরা মৌসুমেও তাই ইলিশের ঘ্রান নিতে পারছে না মধ্যবিত্ত।

বাজারে সরবরাহ বাড়ায় ছোট-বড় সব সাইজের ইলিশের দাম কেজিপ্রতি কমেছে ৩০০ থেকে ৫০০ টাকা। তাতেও ১ কেজি ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে ২ হাজার টাকার বেশি। আবার খুচরা বাজারের তুলনায় সুপারশপগুলোতে ইলিশের দাম আরও বেশি রাখা হচ্ছে।

রোববার (১৭ আগস্ট) সকালে রাজধানীর কয়েকটি বাজার ও সুপারশপ ঘুরে এ চিত্র দেখা গেছে।

১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২১০০-২২০০ টাকায়। ১ কেজি ২০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০-২৫০০ টাকায়। এর চেয়ে বড় ইলিশ ২৮০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজারের অড়তে ভোর থেকে ইলিশ মাছ পাইকারিতে বিক্রি হয়। ওই বাজারে খুচরায়ও ইলিশ বিক্রি হয়। পাইকারিতে কিনে ১০০ থেকে ২০০ টাকা লাভে বিক্রি করতে দেখা যায় খুচরা বিক্রেতাদের। পাইকারিতে ১৯০০ টাকা প্রতি কেজিতে কেনা ইলিশ ২১০০ বা ২২০০ টাকায় বিক্রি করছেন তারা। ওজন এক কেজির চেয়ে কিছুটা বেশি এমন ইলিশ কিনতে গুনতে হচ্ছে ২৪০০ থেকে ২৮০০ টাকা পর্যন্ত।

মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে দেখা যায়, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২১০০-২২০০ টাকায়। ১ কেজি ২০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০-২৫০০ টাকায়। এর চেয়ে বড় ইলিশ ২৮০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ৮০০ গ্রামের ইলিশ ১৫০০-১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ৫০০ গ্রামের ছোট সাইজের ইলিশ ১২০০-১৩০০ টাকা বিক্রি হচ্ছে।

সুপারশপ স্বপ্নে ৯০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশের দাম ২৩৯০ টাকা, ১ কেজি-১১৯৯ গ্রামের প্রতিটি ইলিশের দাম ২৭৯০ টাকা।

মাছ ব্যবসায়ীরা জানান, আজ ইলিশের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। ৩ হাজার টাকার ইলিশ আজ ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়ায় ইলিশের দাম কিছুটা কমে এসেছে।

বিক্রেতারা বলছেন, গত সপ্তাহে যেখানে ৩০০০-৩২০০ টাকা ইলিশের কেজি ছিল, এই সপ্তাহে তা কমে ২৪০০-২৬০০ টাকা হয়েছে। এ ছাড়া জাটকা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০০-৮০০ টাকায়।

মাছ ব্যবসায়ী জমির উদ্দিন বলেন, বাজারে পর্যাপ্ত ইলিশ রয়েছে। গত সপ্তাহের তুলনায় দাম কমেছে। আজ ২১০০ টাকায় ইলিশ বিক্রি হচ্ছে। ছোট ইলিশ ৯০০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

তিনি বলেন, ছোট সাইজের ইলিশের সরবরাহ বেশি, দামও কম। সবাই এসেই পদ্মার ইলিশ চায়। অন্য জেলার তুলনায় চাঁদপুরের ইলিশের দামে একটু বেশি।

কারওয়ান বাজারের ইলিশ বিক্রেতা আরিফ শাওন বলেন, প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ টাকায়, আধা কেজি ওজনের ইলিশ ১৩০০ টাকা ও ছোট ইলিশ (৩ পিসে ১ কেজি) বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। দামের ফারাক হয় চট্টগ্রামের ও পদ্মার ইলিশের জন্য। চট্টগ্রামের ইলিশের দাম কম। পদ্মার ইলিশের চাহিদা বেশি।

কারওয়ান বাজার থেকে ৭০০ গ্রাম ওজনের তিনটি ইলিশ কিনেছেন মোখলেছুর রহমান। তিনি বলেন, ১৪০০ টাকা কেজি দরে নিয়েছি। পদ্মার ইলিশ বলে দিয়েছে। মৌসুমে প্রথমবারের মতো ইলিশ কিনলাম। বাজারে প্রচুর ইলিশ আছে। তবে বড় ইলিশ ২ হাজারের নিচে নাই। আমাদের ছোট ইলিশের ওপরেই ভরসা।

এদিকে, সুপারশপ স্বপ্নে ৯০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশের দাম ২৩৯০ টাকা, ১ কেজি-১১৯৯ গ্রামের প্রতিটি ইলিশের দাম ২৭৯০ টাকা। ৩০০-৩৯০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ৪১০ টাকা, ৪০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ৬২০ টাকা, ৫০০-৫৯৯ গ্রামের প্রতিটি ইলিশের দাম ৮৮০ টাকা, ৭০০-৭৯৯ গ্রামের প্রতিটি ইলিশের দাম ১৪৯০ টাকা।

মিনা বাজারে ১কেজি-১১৯৯ গ্রামের প্রতিটি ইলিশের দাম ২৮৫৪ টাকা, ৫০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ৮৫০ টাকা, ৭০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ১৪৯৫ টাকা।

অনলাইন প্লাটফর্ম চালডালে ৪০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ৪৫৯ টাকা, ৫০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ৬৯৯ টাকা, ৬০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ৭৯৯ টাকা, ৮০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ১৭১৯ টাকা, ১.১০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ৩০১৯ টাকা, ১০০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ২৬৯৯ টাকা ও ৯০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ২৪৫৯ টাকা।

পাথর লুটের ঘটনায় প্রশাসন যোগসাজশে ছিল: উপদেষ্টা রিজওয়ানা

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটের সঙ্গে স্থানীয় প্রশাসনের যোগসাজশ ও নীরাবতা ছিল বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা

‘ধানমন্ডিতে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি’

গত ১৫ আগস্ট ধানমন্ডি-৩২ নম্বর এলাকা থেকে আটক রিকশাচালক আজিজুর রহমানকে (২৭) হত্যা মামলার আসামি

মাইক্রোফিন্যান্সকে আরও ছড়িয়ে দিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম

কোভিড-১৯ মহামারি থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম গ্রহণ শুধু মাইক্রোফিন্যান্সকে কার্যক্রম টিকিয়েই রাখেনি বরং তা আরও বিস্তৃত

নির্বাচনি রোডম্যাপ ঘোষণার আগে দলগুলোর সঙ্গে আলোচনার দাবি

নির্বাচনি রোডম্যাপ ঘোষণার আগে বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে কমিশনের আলোচনা করা উচিত বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জিয়া মঞ্চের আহবায়ক কমিটির অনুমোদন সভা অনুষ্ঠিত 

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় মালামাল জব্দ

মিয়ানমারে নির্বাচন: ভোটে ব্যাঘাত ঘটালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

নরসিংদীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়ায় খাল থেকে মিললো ৪টি হাতবোমা

মেলান্দহে প্রধান শিক্ষকের ওপর হামলাকারী আটক

ড্রাগন বাগানে রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

অন্তর্বর্তী সরকারকেই সনদ বাস্তবায়নের তাগিদ জামাতের

পুলিশ হেফাজতে আসামিকে মারপিট; ৫ পুলিশের বিরুদ্ধে মামলা করার নির্দেশ

গুনাহগার বান্দা তাওবা করলে অত্যধিক খুশি হন আল্লাহ তাআলা

লজিস্টিকস্ সেক্টর প্রতিনিধি ও এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন

‘আল্টিমেট ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন’ অপো এ৫ এখন বাংলাদেশে

প্রাথমিকের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বিশেষ রুটিনে পাঠদানের নির্দেশ

দীর্ঘদিন পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে ভোকেশনাল সমাপনীর প্রশ্ন কেন্দ্রে যাবে

২০২৬ সালের দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় বাড়লো

ময়মনসিংহে ভাসমান হকার-অবৈধ দোকান উচ্ছেদে টাস্কফোর্সের অভিযান

আগস্টের ১৬ দিনেই রেমিট্যান্স এলো ১২৬ কোটি ডলার

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু