গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ইঙ্গিত করে ফেসবুকে ট্রলের অভিযোগে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোসফেকুর রহমানের গ্রেফতার দাবিতে জেলায় আন্দোলন চলছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটককে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
এ দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবির প্রেক্ষিতে ফেসবুক পোস্টের জেরে বুধবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে ওই এএসপিকে প্রত্যাহার করা হয় বলে জানান দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ শুধু প্রত্যাহার নয় মোসফেকুর রহমানকে গ্রেফতারের দাবিতে আজ সকাল থেকেই জেলা পুলিশ প্রধান ফটক অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন।
সকালে আন্দোলনকারীরা দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে জড়ো হয়ে সেখানে মোসফেকুর রহমানের গ্রেফতারের দাবিতে স্লোগান দিতে থাকেন। পুলিশ সুপারের এই ঘোষণায় আন্দোলনকারীরা সন্তুষ্ট নন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মোসফেকুর রহমানকে গ্রেফতার করতে হবে, না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
আমার বার্তা/এল/এমই