আজ বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ● ০৩ শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ ● ২০ মুহররম ১৪৪৬। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১০৫৪ - সম্রাট তৃতীয় হেনরির পুত্র চতুর্থ হেনরির অভিষেক হয়।
১৪২৯ - দাউফিন ফ্রান্সের সম্রাট হিসেবে অভিষিক্ত হন।
১৭১২ - ইংল্যান্ড, পর্তুগাল ও ফ্রান্স যুদ্ধবিরতি ঘোষণা করে।
১৭৬২ - দ্বিতীয় ক্যাথেরিন রাশিয়ার জার মনোনীত হন।
১৭৯০ - টমাস সেইন্ট প্রথম সেলাই কলের পেটেন্ট করেন।
১৮২১ - স্পেন আনুষ্ঠানিকভাবে ফ্লোরিডাকে আমেরিকার কাছে হস্তান্তর করে।
১৮২৩ - গভর্নর জেনারেল জন এ্যাডামের প্রস্তাব অনুসারে কলকাতায় সাধারণ শিক্ষা সমিতি গঠিত হয়।
১৮৫৫ - পাঠশালার শিক্ষকদের প্রশিক্ষণের লক্ষ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে নর্মাল স্কুল স্থাপিত হয়।
১৮৬১ - কংগ্রেস কাগজের নোট অনুমোদন করে।
১৯০০ - ব্রিটিশ ম্যাগাজিন পাঞ্চ প্রকাশিত হয়।
১৯২৮ - মেক্সিকোর রাষ্ট্রপতি পেনারে আলভারো ওবরেগন আততায়ীর গুলিতে নিহত।
১৯৪২ - স্তালিনগ্রাদের যুদ্ধ শুরু।
১৯৪৫ - সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনের রাষ্ট্রপ্রধানরা পটসডাম সম্মেলনে যোগ দেন।
১৯৫৫ - ক্যালফোর্নিয়ায় ডিজনিল্যান্ড উদ্বোধন হয়।
১৯৬৩ - স্পেনে গৃহযুদ্ধ শুরু।
১৯৬৮ - ইরাকে ১৭ জুলাই বিপ্লব সংঘটিত হয়। আবদুর রহমান আরিফ ক্ষমতাচ্যুত হন এবং বাথ পার্টি ক্ষমতায় আসে।
১৯৭৩ - আফগানিস্তানের শেষ বাদশাহ মুহাম্মদ জহির শাহের পতনের মধ্য দিয়ে দেশটিতে রাজতন্ত্রের অবসান ঘটে।
১৯৭৬ - পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার ২৭ তম প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়।
১৯৭৭ - বাংলাদেশের কর্ণফুলীর মোহনায় জেটি চালু হয়।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৪৮৭ - পারস্যের শাহ ইসমাইলের জন্ম।
১৮৩১ -মনোমোহন বসু, বিশিষ্ট বাঙালি নাট্যকার ও লেখক।
১৮৮৮ – শমুয়েল ইউসেফ অ্যাগনন, ইউক্রেনীয়-ইসরায়েলি ঔপন্যাসিক, ছোট গল্প লেখক এবং কবি, নোবেল পুরস্কার বিজয়ী।
১৮৯৪ - জর্জ ল্যমেত্র্, বেলজীয় বিশ্বতত্ত্ববিদ।
১৮৯৯ - জেমস ক্যাগনি, মার্কিন অভিনেতা ও নৃত্যশিল্পী।
১৯০০ - খ্যাতনামা সেতারবাদক নীরদাকান্ত লাহিড়ী চৌধুরি।
১৯০৬ - বিজন ভট্টাচার্য, একজন বাঙালি নাট্যব্যক্তিত্ব।
১৯১২ - সংগীত, নৃত্য ও অভিনয়ে পারদর্শিনী অমিতা সেন (আশ্রমকন্যা)।
১৯১৩ - রজার গ্যারাউডি, ফরাসি দার্শনিক ও কমিউনিস্ট লেখক।
১৯৩০ - শচীন ভৌমিক, হিন্দি চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত গল্প লেখক এবং চিত্রনাট্যকার।
১৯৩৫ - ডাইঅ্যান ক্যারল, মার্কিন অভিনেত্রী, সংগীতশিল্পী ও মডেল।
১৯৩৫ - ডোনাল্ড সাদারল্যান্ড, কানাডীয় অভিনেতা।
১৯৪৪ - কার্লোস আলবার্তো তোরেস, ব্রাজিলীয় ফুটবলার।
১৯৪৯ - মহম্মদ হাবিব, ভারতীয় ফুটবলার।
১৯৫৪ - এঙ্গেলা মার্কেলে, জার্মান চ্যান্সেলর।
১৯৬০ - কিম বার্নেট, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৭২ - ইয়াপ স্টাম, ওলন্দাজ ফুটবলার।
১৯৭৫ - আন্দ্রে অ্যাডামস, নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১৭৯০ - অ্যাডাম স্মিথ, স্কটিশ দার্শনিক ও অর্থনীতিবিদ।
১৮৩৫ - টিরট সিং, মেঘালয়ের খাসি জনগোষ্ঠীর প্রধান।
১৯০২ - বোলেস্ল, পোল্যান্ডের রাজা।
১৯১২ - অঁরি পোয়াঁকারে, ফরাসি গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ ও দার্শনিক।
১৯১২ - ঝুল অঁরি পোয়েকার, ফরাসি গণিতবিদ ও পদার্থবিদ।
১৯৩১ - সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, বাংলাদেশের মুসলিম জাগরণের কবি, ঔপন্যাসিক ও রাজনীতিবিদ।
১৯৮৪ - মালতী ঘোষাল, ভারতীয় রবীন্দ্র সংগীত শিল্পী।
১৯৮৫ - কলকাতা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা সুভো ঠাকুর।
১৯৯২ - কানন দেবী, ভারতীয় বাঙালি অভিনেত্রী এবং গায়িকা।
২০১৯ - স্বরূপ দত্ত, ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।
২০২০ - এমাজউদ্দিন আহমদ, বাংলাদেশি রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।
২০২০ - জন লুইস, আমেরিকান রাজনীতিবিদ এবং নাগরিক অধিকার নেতা।
আমার বার্তা/এমই