ই-পেপার শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

কয়রায় ছাত্রদলের মশাল মিছিল

আমার বার্তা অনলাইন
১৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৯

শহীদ শরিফ ওসমান হাদীর খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কয়রা থানা ছাত্রদলের উদ্যোগে এক প্রতিবাদী মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় কয়রা কপোতক্ষ মহাবিদ্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধুর মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের কণ্ঠে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

মশাল মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, শহীদ শরিফ ওসমান হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবার নয়, গোটা সমাজকেই নাড়া দিয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খুনিদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে প্রশাসনের প্রতি চাপ সৃষ্টির লক্ষ্যে ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করেছে বলে তারা জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ। তিনি বলেন, “শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” তিনি প্রশাসনকে নিরপেক্ষভাবে তদন্ত পরিচালনার আহ্বান জানান।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদ হাসান বলেন, “একটি সভ্য রাষ্ট্রে প্রকাশ্য হত্যাকাণ্ডের পরও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকবে- এটি মেনে নেওয়া যায় না। আমরা চাই দ্রুত বিচার নিশ্চিত হোক, যাতে ভবিষ্যতে আর কোনো মায়ের বুক খালি না হয়।” তিনি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রদল নেতা ইমরান হোসেন, আম্মার হোসেন রাজু, আলমগীর হোসেন, সাইফুল্লাহ, মাশরাফি, মোস্তাকিম, ইয়াসিন, মোসাইব, আরাফাত হোসেন ও মিনারুল ইসলাম। বক্তারা বলেন, শহীদ হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটবে। তাঁরা দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান এবং এই ঘটনায় কোনো প্রকার রাজনৈতিক প্রভাব বা অবহেলা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন। এ সময় তারা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রদলের আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

বিএনপির কর্মসূচি স্থগিত, রাতে ডাকা হয়েছে স্থায়ী কমিটির বৈঠক

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় দুই কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। এমন পরিস্থিতিতে নিজেদের করণীয়

প্রথম আলো–ডেইলি স্টারে অগ্নিসংযোগকারীদের সঙ্গে হাদির আদর্শের মিল নেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে যারা

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে, দায় সরকারের: ফখরুল

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে উত্তাল

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় সুশৃংখল ও কঠোর নিরাপত্তায় কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

কবি নজরুলের পাশে সমাহিত করা হবে শহীদ ওসমান হাদিকে

নিউএজ সম্পাদক নুরুল কবীরের ওপর হামলা: নিন্দা জানাল সাংবাদিক সেল

কয়রায় ছাত্রদলের মশাল মিছিল

ঢাকায় পৌঁছেছে শরিফ ওসমান হাদির মরদেহ

ওসমান হাদির মৃত্যুতে সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র শোক

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল: ডা. জাহিদ

দেশের সরকারি-বেসরকারি সম্পদ ধ্বংসের শঙ্কা আসিফ মাহমুদের

বিমানবন্দর থেকে ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ

সাংবাদিক বন্ধুদের উদ্ধারে আমি ব্যর্থ হয়েছি: প্রেস সচিব

নাগরিকদের সতর্ক করেছে মা‌র্কিন দূতাবাস

শান্তি আলোচনার জন্য ইউক্রেন প্রস্তুত নয়: পুতিন

শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ

ঊষার দুয়ার

সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকাণ্ডে তীব্র নিন্দা, কঠোর হুঁশিয়ারি

সিঙ্গাপুর থেকে দেশের পথে ওসমান হাদির মরদেহ

হাদি হত্যার বিচারের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

হাদির মৃত্যুতে দল মত নির্বিশেষে শোকে স্তব্ধ সবাই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, উভয় লেনে যানজট

বিএনপির কর্মসূচি স্থগিত, রাতে ডাকা হয়েছে স্থায়ী কমিটির বৈঠক