ই-পেপার শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২

মালদ্বীপের ফার্স্টলেডিকে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি বই উপহার

আমার বার্তা অনলাইন:
০৭ নভেম্বর ২০২৫, ১৯:৫৭

মালদ্বীপের ফার্স্টলেডি সাজিদা মোহাম্মদকে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি বই ‘আর্ট অব ট্রায়াম্ফ’ উপহার দিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. নাজমুল ইসলাম।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় দেশটির সর্ববৃহৎ শিক্ষামেলা ভারা এক্সপো-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ উপহার তুলে দেয়া হয়। ৫ আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় গণতন্ত্র ও ন্যায়বিচার সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশের যুবসমাজের অনুপ্রেরণামূলক ভূমিকার কথা এ বইটিতে উপস্থাপন করা হয়েছে।

এ সময় উভয়ের মধ্যে সংক্ষিপ্ত আলোচনায় ফার্স্টলেডি মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং বিভিন্ন ধরণের বৃত্তি প্রদানের জন্য বাংলাদেশ এবং হাইকমিশনারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেইসাথে দেশটির মানবসম্পদ উন্নয়নে সহায়তা করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতির প্রশংসা করেন এবং এই ধরনের প্রচেষ্টা দুই দেশের মধ্যে বন্ধুত্বসহ পারস্পরিক বিকাশের সেতুবন্ধনকে আরও শক্তিশালী করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

মালদ্বীপের তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গঠনের সুযোগ করে দিতে দেশটিতে শুরু হয়েছে সর্ববৃহৎ শিক্ষামেলা ভারা এক্সপো-২০২৫। হুলহুমালে সেন্ট্রাল পার্কে এই মেলার আয়োজন করেছেন দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়।

মেলার উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের ফার্স্টলেডি সাজিদা মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনার ড. নাজমুল ইসলাম।

তিনদিনব্যাপী এ মেলায় ৬০টিরও বেশি স্টলের সমন্বয়ে অংশ নিয়েছেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ, সৌদি আরব, ভারত, মালেশিয়া, শ্রীলঙ্কা ছাড়াও বিশ্বের অনেক দেশ।

এ মেলায় বাংলাদেশ হাইকমিশন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় উচ্চশিক্ষা বাস্তুতন্ত্র এবং প্রশিক্ষণ সুবিধা প্রদর্শন করে, যার ফলে দেশের একাডেমিক উৎকর্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের স্টলে দেশের শিক্ষার সুযোগের সাতটি প্রধান ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

যার মধ্যে রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রোগ্রাম এবং গবেষণার সুযোগ প্রদান করে, যা মালদ্বীপের শিক্ষার্থীদের এবং মালদ্বীপে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের জন্য চমৎকার সম্ভাবনা তৈরি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফার্স্টলেডি সাজিদা মোহাম্মদ মেলার প্রদর্শনীতে বিভিন্ন স্টলের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনের স্টলও পরিদর্শন করেন। এসময় মালদ্বীপের ফার্স্টলেডিকে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি বইটি উপহার দেন হাইকমিশনার।

হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপের ফার্স্টলেডিকে ‘দ্য আর্ট অফ ট্রায়াম্ফ’ বইটি উপহার দেন, যা দেশের শিক্ষার শক্তি, স্থিতিস্থাপকতা এবং সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়।

সংশ্লিষ্টদের মতে, ভারা এক্সপো-২০২৫ এ হাইকমিশনের অংশগ্রহণ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্থায়ী অংশীদারিত্বের প্রতিফলন, যা দু'দেশের মধ্যে মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা এবং শিক্ষা ও যুব ক্ষমতায়নের মাধ্যমে আরও অগ্রগতি হবে।

মেলার প্রথম দিনে বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় আগ্রহী ও ক্যারিয়ার গঠনের লক্ষে শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ তরুণ পেশাজীবীদের ভিড়ে মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে উৎসবমুখর। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা শেষ হবে শনিবার রাত ১২টায়।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ায় নিয়োগকর্তাদের সতর্ক করল মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ

মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের চলমান অভিযানকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে এক ভয়ংকর প্রতারক চক্র। এই

সাজা শেষে মালয়েশিয়া থেকে সরকারি খরচে দেশে ফিরলেন ৭২ বাংলাদেশি

মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে আটক থাকা ৭২ জন প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে পাঠিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ

মালদ্বীপে যাওয়ার ৩ দিনের মাথায় নৌকা ডুবে বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের কাশিধু উপকূলের কাছে একটি পণ্যবাহী নৌকাডুবির ঘটনায় মো. আলমগীর (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশির

মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মালয়েশিয়া শাখা বিএনপি ও এর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বনাম বিদেশি খেলোয়াড় চিন্তা করলে বাংলাদেশ জিততে পারবে না

খতমে নবুওয়ত মহাসম্মেলনে চার দফা কর্মসূচি ও ছয় দফা ঘোষণা

গ্রহণযোগ্যতা বাড়াতে জাপাকে নির্বাচনের বাইরে রাখা ঠিক হবে না

সুস্থ লিভার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে যে ৩ পানীয় উপকারী

১৩৩ প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করলো গণফোরাম

‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই ঘটনায় জাপা নেতা গ্রেপ্তার

সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের সংঘর্ষে আহত ৩০ জন

ক্রসফায়ার-গুমের ভয় দেখিয়ে সন্ত্রাস দমন করতে চাই না: আইজিপি

দিল্লিতে বসে হাসিনা জ্বালাও-পোড়াওয়ের হুকুম দিচ্ছে: ফখরুল

ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২৬ শুরু

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ১৪তম কমিউনিকেশন সামিট

নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো ফল হবে না: আইজিপি

মানুষ সহজে আপনাদের ভোট দেবে না

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২ জন

বিশ্ববিদ্যালয়গুলোকে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বান পরিবেশ উপদেষ্টার

আমাদের প্রকৃত শিক্ষা শিখতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

তারা গুপ্ত রাজনীতির সঙ্গে মিলেমিশে বোমা হামলা করে: এ্যানি

হাসিনার রায় ঘিরে কোনও নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা