ই-পেপার মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

শাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের

ছয় মাসে ১৪২৪ মোবাইল জব্দ
আমার বার্তা অনলাইন
২২ এপ্রিল ২০২৫, ১০:২৪
একজন বিদেশি যাত্রীর কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোন আনার প্রবণতা বাড়ছে। এক শ্রেণির দেশি-বিদেশি যাত্রী বিদেশ থেকে আনা মোবাইল নানা কৌশলে বিমানবন্দরের বাইরে নেওয়ার চেষ্টা করছেন।

কাস্টমসের দেওয়া তথ্যমতে, শুল্ক ফাঁকি দিয়ে বাইরে নেওয়ার চেষ্টার সময় গত ৬ মাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছে ১৪২৪ পিস মোবাইল ফোন। জব্দ করা এই মোবাইলগুলোর বেশিরভাগই আই ফোন ও স্যামসং ব্রান্ডের।

বিমানবন্দর কাস্টমসের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার ইফতেখার আলম ভূঁইয়া বলেন, মোবাইল একটি শুল্কায়ন পণ্য। কোনও যাত্রী যদি ফোন নিয়ে আসেন, তবে তিনি কাস্টমসের হলে এসে ঘোষণা দিয়ে সেগুলোর শুল্কায়ন করে নিয়ে যেতে পারবেন। কিন্তু এক শ্রেণির যাত্রী তা না-করে নানা কৌশলে সেগুলো বাইরে নেওয়ার চেষ্টা করেন। আমরা যখন যাত্রীর লাগেজ সার্চ করি, স্ক্যানিং মেশিনে সেগুলো শনাক্ত হয়। পরে শুল্কায়ন শেষে এসব মোবাইল ফেরত দেওয়া হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন যাত্রী ট্যাক্স ফ্রি দুটি ফোন নিতে পারেন, এর সঙ্গে আরও একটি ফোন ট্যাক্স পরিশোধ করে নিতে পারবেন। অর্থাৎ একজন যাত্রী তিনটি মোবাইল নিয়ে যেতে পারবেন, তার মধ্যে একটি ট্যাক্সযোগ্য। কিন্তু প্রায়ই দেখা যায়— একজন যাত্রী বিদেশ থেকে ৫টির বেশি, অনেক সময় ১০টির মতো মোবাইল নিয়ে আসেন। আমরা তিনটি পর্যন্ত যাত্রীকে দিয়ে দেই, আর বাকিগুলো জব্দ করি। যাত্রী যদি বিটিআরসি’র অনুমতি নিয়ে আসতে পারেন এবং ট্যাক্স পরিশোধ করেন, তালে জব্দ করা মোবাইল ফেরত দেওয়া হয়। তবে এক্ষেত্রে বেশিরভাগ সময় বিটিআরসি অনুমতি দেয় না। ফলে ধরা পড়া মোবাইল জব্দই থেকে যায়।

ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের কর্মকর্তা বরুণ দাস বলেন, গত অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ১৪২৪ পিস মোবাইল জব্দ করা হয়েছে। এর মধ্যে মার্চে ১৬৭ পিস, ফেব্রুয়ারিতে ৮৩, জানুয়ারিতে ১৮৬, ডিসেম্বরে ৩০৩, নভেম্বরে ২২০ এবং অক্টোবরে ৪৬৫ পিস মোবাইল জব্দ করা হয়েছে।

কাস্টমস হাউজের কর্মকর্তারা জানান, কোনও যাত্রী যখন তিনটির বেশি মোবাইল নিয়ে আসেন, তখন তারা নানা কৌশল ব্যবহার করেন। শরীরের নানা স্থান ছাড়াও লাগেজ, এমনকি ক্রোকারিজ পণ্যের ভেতরে অভিনব কায়দায় শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

কর্মকর্তাদের ভাষ্যমতে, দেশি যাত্রীদের পাশাপাশি কিছু চায়নিজ যাত্রীও এ কাজে জড়িত। গত ১৮ এপ্রিল একজন চীনা নাগরিকের শরীর তল্লাশি করে ১০টি মোবাইল জব্দ করা হয়। স্কচটেপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মোবাইলগুলো মোড়ানো ছিল। সন্দেহভাজন হিসেবে প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন। পরে শরীর তল্লাশি করে মোবাইলগুলো পাওয়া যায়।

কাস্টমসের কর্মকর্তারা বলেন, জব্দ হওয়া মোবাইলগুলো বেশিরভাগ আইফোন ও স্যামসং ব্রান্ডের। বাংলাদেশের বাজারে প্রতিটি ফোনের দাম লাখ টাকার ওপরে।

সার্বিক বিষয়ে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার জাকির হোসেন বলেন, ‘বিমানবন্দরের নজরদারি বাড়ানো হয়েছে। এক্ষেত্রে অ্যারাইভাল বা ডিপারচার দুক্ষেত্রেই কাস্টমসের কর্মকর্তাদের নজরদারি বাড়াতে বলা হয়েছে।’

তিনি বলেন, আমরা ঘোষণা দিয়েছি, চোরাচালানের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। অবৈধ্য পণ্য আনার কোনও সুযোগ নেই। পাশাপাশি শুল্কায়নযোগ্য পণ্যও শুল্ক ছাড়া বিমানবন্দরে থেকে বের হতে পারবে না। সেভাবেই কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।

এক প্রশ্নের জবাবে কমিশনার জাকির হোসেন বলেন, অবৈধ কিংবা আমদানি নিষিদ্ধ পণ্য না আনার জন্য আমরা যাত্রীদের সবসময় নিরুৎসাহিত করি । এ বিষয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালিয়ে থাকি বলে জানান কাস্টমস হাউজের এ শীর্ষ কর্মকর্তা। সূত্র : বাংলা ট্রিবিউন

আমার বার্তা/জেএইচ

ফ্যাসিস্ট হাসিনার দোসরদের পদোন্নতি, দক্ষ ব্যাংকারদের বঞ্চনা

বিপ্লবী সরকার আমলেও ব্যাংকিং খাতে দক্ষ, সৎ এবং নিষ্ঠাবান কর্মকর্তারা পদোন্নতি পাননি। তাদেরকে   বঞ্চিত করে

জঙ্গল বিহীন পাহাড় আবার গাছগাছালিতে ভরে উঠছে

বদলে গেছে পাহাড়ের দৃশ্য পট। গাছ গাছালি বন জঙ্গল বিহীন পাহাড় আবার গাছগাছালিতে ভরে উঠেছে।

মিরপুর বিআরটিএতে দালালি ও অপকর্মে আনসার কমান্ডার ফারুক জড়িত

রাজধানীর মিরপুর বিআরটিএ অফিসে দালালদের পাশাপাশি অপকর্মে জরিত নিরপত্তার দ্বায়িত্বে থাকা আনসার কমান্ডার মো. ফারুক। তার

অধ‍্যাপক ইউনূস বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পরিণত করবেন

গত ২১/০৪/২০২৫, সোমবার, মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়াতে নিজ দপ্তরে ড. মাহাথির মোহাম্মাদ বাংলাদেশের দৈনিক পত্রিকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপকর্ম বন্ধ করুন, না হলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে

কোম্পানির মুনাফার জায়গা গোখাদ্য হতে পারে না: ফরিদা আখতার

ভিসা সহজীকরণ নিয়ে বাংলাদেশ-আজারবাইজানের আলোচনা

বাংলাদেশ এখন আইএমএফ-বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়

পিএসসিকে চাপ দেওয়ার মিথ্যা অভিযোগ আনা হয়েছে: আসিফ মাহমুদ

বিপদ বাড়াচ্ছে খোলা তেল, ভিটামিন সমৃদ্ধ প্যাকেজিংয়ের তাগিদ

শেষ সেশনে ব্যাটিং ধসে ৬৪ রানের লিড নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ

গাজীপুর সিটির সাবেক মেয়র মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

বাংলাদেশি সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান

শেয়ারবাজারে দরপতনের ধারা অব্যাহত রয়েছে

প্রাথমিকে ৮ হাজার সহকারী শিক্ষক পদ শূন্য, শিগগির বড় বিজ্ঞপ্তি

রাজধানীতে পৃথক দুই ট্রেনের ধাক্কায় নিহত ২

নাটকীয়তার টাইব্রেকার শেষে চ্যাম্পিয়ন কিংস

মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জয় আবাহনীর

ফ্যাসিস্ট হাসিনার দোসরদের পদোন্নতি, দক্ষ ব্যাংকারদের বঞ্চনা

চিনের রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ২২ জনের

গাজার জনগণের প্রতি মানবিক সহায়তা দিয়েছে হামদর্দ

বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

এনআইডির সাথে পাসপোর্টও আমলে নিতে হবে

প্রাক্তনের সঙ্গে দেখা হলে যা করবেন