ই-পেপার বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

এলবিয়ন গ্রুপের রাজস্ব ফাঁকি, নিন্মমানের ঔষধ ও প্রতারণার অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক:
২২ নভেম্বর ২০২৫, ১৬:০৫

দেশের শীর্ষস্থানীয় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এলবিয়ন গ্রুপ এখন স্ক্যান্ডালের মুখে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, নিম্নমানের ঔষধ উৎপাদন এবং একই ভবনে পশু ও মানুষের ঔষধ উৎপাদন করার অভিযোগ উঠেছে । এছাড়া অভিযোগ রয়েছে রপ্তানি নিয়ে মিথ্যা প্রচারণারও।

অনুসন্ধানে জানা ২০২৩ সালের ১৬ জানুয়ারী চট্টগ্রামের ইনোভেটিভ ফার্মার স্বত্বাধিকারী কাজী মোহাম্মদ শহিদুল হাসান বাদী হয়ে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাইসুল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনতাহার উদ্দিন এবং প্রধান এডভাইজার নিজাম উদ্দিন-এর বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও প্রতারণা অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নাম্বার ১৫১/ ২৩ চট্টগ্রাম কোতোয়ালী থানা। মামলাটি পুলিশ ব্যূরো অব ইমভেষ্টিগেশন ( পিবিআই) চট্টগ্রাম মেট্রো তদন্ত করছে।

মামলার বিবরণে জানা গেছে ২০১৪ সালে ইনোভেটিভ ফার্মার সাথে প্রতিষ্ঠানটির ১০ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, এলবিয়ন ওষুধ উৎপাদন করে বিক্রি করবে, এতে ৪০% লাভ পাবে এলবিয়ন বাকী ৬০% ইনোভেটিভ ফার্মা। বাদীর অভিযোগ ২০১৬ সালে এলবিয়ন গ্রুপ ৫–৬ কোটি টাকার ঔষধ ইনোভেটিভ ফার্মার গুদামে রাখে এর বদলে ৯টি খালি চেক জামানত হিসেবে নেয়। পরবর্তীতে ঔষধ ফেরত নিয়ে লাভতো দেয়নি উল্টো চেক ফেরত না দিয়ে ২ কোটি টাকার চাঁদা দাবি করে।

এদিকে ২০২৩ সালের ২৭ অক্টোবর প্রকাশিত ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি রিপোর্টে, এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের উৎপাদিত ওষুধের মান নিন্ম মানের বলে বলা হয়েছে । এর মধ্যে প্রতিষ্ঠানটির উৎপাদিত মিমক্স ক্যাপসুল’ (অ্যান্টিবায়োটিক, অ্যামোক্সিসিলিন) পরীক্ষাতে অ্যামোক্সিসিলিন পাওয়া যায়নি , বরং ভিতরে সাদা দানাদার পাউডার পাওয়া গেছে।এছাড়া ‘ইনডোমেথাসিন ক্যাপসুল’-এও মাপের কম পরিমাণ ওষুধ, ২৫ মিলিগ্রামের পরিবর্তে ২২–২৪ মিলিগ্রাম পাওয়া গেছে।

এছাড়া, এলবিয়ন একই ধরনের ওষুধ বাজারে অন্যান্য কোম্পানির তুলনায় প্রতিস্হাপনমূল্যে কম দামে বিক্রি করছে, যা অনেকটা মানহীন ওষুধের বিপণনের প্রমাণ।

শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি : দুদকে দায়ের করা অভিযোগ অনুযায়ী, এলবিয়ন ল্যাবরেটরিজ ও সহযোগী প্রতিষ্ঠানগুলো ক্রয়-বিক্রয় ও আমদানি তথ্য গোপন করে, ভ্যাট ও আয়কর ফাঁকি দিয়েছে। গোপন করেছে আমদানি ও বিক্রয়ের টাকার পরিমাণ। যেমন ২০১৭-১৮ অর্থ বছরে ১৩ কোটি ৯৫ লাখ, ৮৩ কোটি ১৯ লাখ , ২০১৮-১৯ -- ১৪ কোটি ৯৭ লাখ, ৮৯ কোটি ২১ লাখ , ২০১৯-২০-- ২৫ কোটি ৭৮ লাখ, ৯৯ কোটি ৬ লাখ, ২০২০-২১ -৪৯ কোাটি ২৬ লাখ, ১২৯ কোটি ৭৫ লাখ এবং ২০২১-২২ অর্থ বছরে ১৪ কোাটি ২৮লাখ এবং ৯১ কোটি ৯৭ লাখ৷ । এদিকে এলবিয়ন ও মালিকপক্ষের নামে বেনামী জমি, ১১টি দামি গাড়ি, ৭টি প্রতিষ্ঠান ও ৯টি ব্যাংক হিসাব গোপন রাখা হয়েছে। এদিকে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে প্রচারিত “উচ্চমানের ওষুধ রপ্তানি” তথ্যও ভ্রান্ত বলে অভিযোগ উঠেছে। এলবিয়ন গ্রুপের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড,এলবিয়ন অ্যানিমেল হেলথ লিমিটেড, ব্লু একোয়া ড্রিংকিং ওয়াটার, ফেভারিট লিমিটেড, ক্লিনজি ফরমুলেশন লিমিটেড, ফবিটা লিমিটেড, এলবিয়ন ট্রেডিং কর্পোরেশন, এলবিয়ন ডিস্ট্রিবিউশন লিমিটেড, সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো (ইতালি) এবং এলবিয়ন স্পেশালাইজড ফার্মা লিমিটেড।

এবিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ রাইসুল উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়৷ ফোন দেয়া হয় একাধিকবার কিন্তু তিনি ফোন রিসিভ করেনি। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আমার বার্তা/এমই

দেশের সমৃদ্ধ অর্থনীতির জন্য ব্যবসা: বান্ধব পরিবেশ তৈরিতে নীতি সাহায়তা জরুরি

সাফিক শামীম বাংলাদেশের তরুণ আইকন উদ্যোক্তা। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের মানুষের উন্নয়নের

পুলিশের সাবেক কর্মকর্তা আনসারের ঢাকায় অবৈধ সম্পদের পাহাড়!

সাবেক পুলিশের কর্মকর্তা আনসার আলী চাকরিতে বহাল থাকাকালীন দুর্নীতির মাধ্যমে করেছেন অডেল সম্পদের পাহাড়, মিরপুর

সিন্ডিকেট প্রথা ভেঙ্গে সকল বায়রা সদস্যের ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে হবে

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের জনশক্তি রপ্তানী খাতের অন্যতম ব্যক্তিত্ব। বায়রার জনপ্রিয় নেতা। তার

যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

১২ ডিসেম্বর ভোর রাত থেকে আত্নগোপনে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন, তেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলে দেওয়া হলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

সৌদি আরবের সঙ্গে সংকটে ইয়েমেন থেকে অবশিষ্ট বাহিনী সরিয়ে নিচ্ছে আমিরাত

পেশায় পরামর্শক নাহিদ ইসলামের আয় বছরে ১৬ লাখ টাকা

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে

মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

খালেদা জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক শুরু

শেষবার গুলশানের বাসায় খালেদা জিয়া

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

দলমতের ঊর্ধ্বে শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া, বিরল দৃষ্টান্ত

আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা

৩১ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ আইন কলেজে গভীর শোক

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

২ জানুয়ারির প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন জয়শঙ্কর

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়