ই-পেপার বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

ডিজিএম হেলাল উদ্দিনের নিষিদ্ধ সংগঠন  আওয়ামী কানেকশন

সরকারি প্রতিষ্ঠান যমুনা অয়েলে তেল চুরি পর্ব -৫
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৫, ১২:৪৮
আপডেট  : ২৩ নভেম্বর ২০২৫, ১৩:১১

নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মহিউদ্দিন বাচ্চু। ২০২৪ সালের আমি ডামী নির্বাচনে তিনি এমপিও হয়েছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অত্যান্ত ক্ষমতাধর ব্যক্তি ছিলেন এই যুবলীগ নেতা । এই নেতার আপন ছোট বোনের জামাই হলো যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিজিএম অপারেশন হেলাল উদ্দিন। স্ত্রীর বড় ভাইয়ের ক্ষমতার দাপটে পতিত আওয়ামিলীগ সরকারের আমলে যমুনা অয়েলে ছিল তার একচ্ছত্র আধিপত্য, অবশ্য এখনো সেই আধিপত্যে নুন্যতম ভাটা পরেনি । অবশ্য হেলাল উদ্দিন নিজেও নিজেকে আওয়ামিলীগ নেতা হিসেবেই পরিচয় দিতেন । দলীয় সকল প্রোগ্রামে তার উপস্থিতি ছিল অগ্রভাগে। আওয়ামিলীগ সরকারের পতন হলেও হেলাল উদ্দিন থেকে গেছে বহাল তবিয়তে। বরং যমুনা অয়েলে আগের চেয়েও ক্ষমতা বেড়েছে হেলাল উদ্দিনের। তার নেতৃত্বে বর্তমান সময়েও চলছে যমুনা অয়েলে তেল চুরির সিন্ডিকেটটি। মহিউদ্দিন বাচ্চু ভারতে পলাতক তবে তার বাহিনীর সকল সদস্যদের দেখভাল করার অভিযোগ উঠেছে হেলাল উদ্দিনের বিরুদ্ধে। কাতালগন্জ তার মালিকানাধীন বাড়ীর দুটো ইউনিট ছেড়ে দিয়েছে তার সম্বন্ধির পলাতক অনুসারীদের জন্য। আওয়ামীলীগের পলাতক অনেকেই ভাড়াটিয়ার নামে তার এই বাড়ীতে আত্মগোপনে বসবাস করছে ।

স্থানীয় পুলিশ প্রশাসন ও বিএনপির অনেক নেতাই হেলালের সাথে ম্যানেজ, তাই তার এই বাড়ীর দিকে নজর নেই কারোই৷ এছাড়া মহিউদ্দিন বাচ্চুরও শত শত কোটি হেলালের হেফাজতে রয়েছে। হুন্ডির মাধ্যমে স্ত্রীর বড় ভাইয়ের কাছে নিয়মিত টাকা পাঠানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন সুত্রে জানা গেছে চট্টগ্রাম আগ্রাবাদ শাখায় সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক, ট্রাষ্ট ব্যাংক , ইস্টার্ন ব্যাংক, এইচ এস বি সি ও আইএফ সি ব্যাংক সহ একাধিক ব্যাংকে হেলাল উদ্দিন এবং তার স্ত্রীর নামে একাউন্ট রয়েছে। বিগত এক বছরের তিনি এবং তার স্ত্রী এই ব্যাংকগুলোর একাউন্ট থেকে বড় অংকের অর্থ উত্তোলন করেছে । উত্তোলনকৃত অধিকাংশ টাকাই পাঁচার হয়েছে ভারতে পলাতক তার সম্বন্ধি এবং কানাডা প্রবাসী তার ছেলে মেয়ের কাছে ।

ইতিমধ্যে হেলাল উদ্দিন বিভিন্ন পত্রিকায় শিরোনাম হয়ে উঠেছে। বের হয়ে এসেছে তার শত শত কোটি টাকার সম্পদের বিশদ বিবরণ। তবে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া নিচে্ছনা সংশ্লিষ্ট দপ্তরগুলো । জানা গেছে নিজেকে রক্ষা করতে শত কোটি টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে হেলাল উদ্দিন । জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং সচিব ব্যতিত বাকী সকল কর্মকর্তাদের অনেকের সাথে আগে থেকেই ম্যানেজ হেলাল উদ্দিনের। পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সাথে রয়েছে তার অনেক পুরানো লেনদেনের সম্পর্ক। অভিযোগ উঠেছে ইতিমধ্যে দুদকের একাধিক কর্মকর্তার সাথেও লেনদেন হয়েছে হেলাল উদ্দিনের । যে কারনে হেলাল উদ্দিনের বিরুদ্ধে কোন তদন্তই হচ্ছেনা৷ এতসব অভিযোগ থাকা সত্বেও বিপিসি এবং জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিভাগ থেকে তার বিরুদ্ধে নুন্যতম একটি তদন্ত কমিটিও গঠন করেনি।

প্রতিষ্ঠানটিতে বরাবরই হেলাল উদ্দিন অনেক ক্ষমতাধর। দীর্ঘ চাকরী জীবনে তার কোন বদলী নেই। ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটিতে চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। সহকারী অফিসার পদে চাকরী স্থায়ী হয় ১৯৯৭ সালের ১লা জানুয়ারী। প্রথমে পোষ্টিং পায় মেইল ইনস্টলেশন পতেঙ্গা টার্মিনাল অফিসের বাল্ক সেকশনে। মুলত যমুনা অয়েলের সবচেয়ে লোভনীয় পোষ্টিং হলো এই সেকশন। বেশী পরিমান তেল চুরি হয় এই সেকশন থেকেই। শুরু থেকে এই পর্যন্ত কখনো পতেঙ্গার টারমিনাল অফিস কিংবা আগ্রাবাদ প্রধান কার্যালয়, ঘুরে ফিরে এই দুই অফিসেই চাকরি করে গেল হেলাল উদ্দিন । অবশ্য একবার বগুড়ায় বদলির অর্ডার হয়েছিল, তবে মুহূর্তের মধ্যে তার সম্বন্ধির ক্ষমতার দাপটে সেই আদেশ স্থগিত হয়ে গেছে। অবশ্য কিছু দিনের জন্য অডিট এ আগ্রাবাদ শাখায় কর্মরত ছিল, কিন্তু ফের এজিএম টার্মিনাল অফিসে পদায়ন করা হয়। ডিজিএম পদে পদোন্নতি পরেও একই সাথে পতেঙ্গা টার্মিনাল অফিসের এজিএম টার্মিনাল পদে দায়িত্ব পালন করছে ।

চাকরি জীবনে মালিক হয়েছে নুন্যতম পাঁচশ কোটি টাকার। নিজে ব্যবহার করে প্রিমিও মডেলের প্রাইভেট কার, যার নাম্বার চট্টগ্রাম মেট্রো গ ১২- ৫৬১০ এবং স্ত্রীর জন্য আছে Havel মডেলের একটি জীপ। কানাডায় রেখে পড়াশোনা করিয়েছে ছেলেকে, বানিয়েছে পাইলট। ছেলের টিউশনি ফি নামে অনেক আগেই কানাডাতে শত শত কোটি টাকা পাঁচার করার অভিযোগ উঠেছে। সেখানে আছে নিজস্ব ফ্ল্যাটও। বর্তমানে সেই ফ্ল্যাটে থাকছে তার ছেলে ও মেয়ে। কিনেছে মালয়েশিয়াতেও ফ্লাট, সেই ফ্ল্যাটের বর্তমানে ভাড়াটিয়া সাবেক মন্ত্রী প্রয়াত আওয়ামীলীগ নেতা আক্তারুজ্জামান বাবুর সহোদর বদিরুজ্জামানের ছেলে। চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণপুর্ন পাঁচলাইশ এলাকার আনিকা কমিউনিটি সেন্টারের পাশে ৭৭৫/৮৮৫ কাতলগন্জ আসিফ হাউজ নামে পাচ তলা ভবনটির মালিক তিনি । সাত আট বছর আগে পাঁচ কাঠার জায়গার উপর এই বাড়ীটি ক্রয় করেন তিনি । যার বর্তমান বাজার মুল্য দশ কোটি টাকারও বেশি।সম্পাদিত দলিল রেজেষ্ট্রিও হেলাল উদ্দিনের নিজের নামে। বাড়িটির নাম দেয়া হয় তার ছেলে আসিফের নামে ( আসিফ হাউজ) ।

বছর পাচেক আগে একই এলাকাতে কাতালগন্জ আবাসিক এলাকার ৪ নং রোডের কালীবাড়ির পাশে ফিফট কনভেনশন হলের বিপরিত পাশে আট শতাংশ জায়গায় উপর পাঁচ কোটি বিশ লাখ টাকায় আরেকটি পাঁচতলা বাড়ি কিনেন । বছর দেড়েক আগে সেই বাড়িটি ভেঙে দশতলা ভবন নির্মান কাজে হাত দেয় । অবশ্য গত বছর ৫ আগষ্ট ২০২৪ সালে দেশের পটপরিবর্তনের পর ভবনের নির্মাণ কাজ সাময়িক বন্ধ ছিল । ইতিমধ্যে ভবনের কাজ ফের শুরু হয়েছে। রাউজানের সুলতানপুর নিজ গ্রামে নিজেরটা ছাড়াও একই ডিজাইনে পাঁচ ভাইকে পাঁচটি বাড়ি করে দিয়েছে। নামে বেনামে কিনে রেখেছে শত কোটি টাকার সম্পত্তি।

আমার বার্তা/জেএইচ

দেশের সমৃদ্ধ অর্থনীতির জন্য ব্যবসা: বান্ধব পরিবেশ তৈরিতে নীতি সাহায়তা জরুরি

সাফিক শামীম বাংলাদেশের তরুণ আইকন উদ্যোক্তা। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের মানুষের উন্নয়নের

পুলিশের সাবেক কর্মকর্তা আনসারের ঢাকায় অবৈধ সম্পদের পাহাড়!

সাবেক পুলিশের কর্মকর্তা আনসার আলী চাকরিতে বহাল থাকাকালীন দুর্নীতির মাধ্যমে করেছেন অডেল সম্পদের পাহাড়, মিরপুর

সিন্ডিকেট প্রথা ভেঙ্গে সকল বায়রা সদস্যের ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে হবে

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের জনশক্তি রপ্তানী খাতের অন্যতম ব্যক্তিত্ব। বায়রার জনপ্রিয় নেতা। তার

যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

১২ ডিসেম্বর ভোর রাত থেকে আত্নগোপনে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন, তেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলে দেওয়া হলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

সৌদি আরবের সঙ্গে সংকটে ইয়েমেন থেকে অবশিষ্ট বাহিনী সরিয়ে নিচ্ছে আমিরাত

পেশায় পরামর্শক নাহিদ ইসলামের আয় বছরে ১৬ লাখ টাকা

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে

মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

খালেদা জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক শুরু

শেষবার গুলশানের বাসায় খালেদা জিয়া

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

দলমতের ঊর্ধ্বে শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া, বিরল দৃষ্টান্ত

আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা

৩১ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ আইন কলেজে গভীর শোক

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

২ জানুয়ারির প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন জয়শঙ্কর

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়