ই-পেপার মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

তাইজুলের ৫ উইকেট, সাগরিকায় শেষ বিকেলে বাংলাদেশের দাপট

আমার বার্তা অনলাইন:
২৮ এপ্রিল ২০২৫, ১৭:২৮
আপডেট  : ২৮ এপ্রিল ২০২৫, ১৭:৩৭

প্রথম সেশনে ২ উইকেটে ৮৯ রান জিম্বাবুয়ের। দ্বিতীয় সেশনে উইকেটেরই দেখা পায়নি বাংলাদেশ। একটা সময় ২ উইকেটেই ১৭৭ রান তুলে ফেলেছিল সফরকারী দল। চোখ রাঙানি দিচ্ছিল বড় সংগ্রহের। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো টাইগাররা।

বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পেছনে বড় অবদান তাইজুল ইসলামের। শেষ বিকেলে বল হাতে রীতিমত ঘূর্ণি জাদু দেখিয়েছেন তিনি। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৬তম ফাইফার (৫ উইকেট)।

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৯ উইকেটে ২২৭ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে জিম্বাবুয়ে। ২১৭ রানে নবম উইকেট হারানোর পর ব্লেসিং মুজারবানি আর তাফাদজাওয়া টিসিগা দিনের শেষভাগে ৫ ওভার কাটিয়ে দিয়েছেন। টিসিগা ১৮ আর মুজারবানি ২ রানে অপরাজিত আছেন।

আজ সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। প্রত্যাশা ছিল, শুরুর দিকেই জিম্বাবুয়েকে চেপে ধরবে বাংলাদেশ। তবে সেটি পারেনি স্বাগতিকরা।

অবশেষে ইনিংসের ১১তম ওভারের তৃতীয় বলে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিয়েছেন সদ্য অভিষেক হওয়া পেসার তানজিম হাসান সাকিব। অফসাইডে এক্সট্রা বাউন্স দিয়ে জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেটকে (৩৩ বলে ২১) উইকেটরক্ষক জাকের আলী অনিকের ক্যাচ বানান তানজিম। ৪১ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে।

চট্টগ্রামে বোলিংয়ে এসেই শিকার ধরেন তাইজুল। ইনিংসের ১৯তম ওভারে দুর্দান্ত এক ডেলিবারিতে উইকেটে সেট হওয়া জিম্বাবুয়ে ওপেনার বেন কারেনকে বোল্ড করেন বাঁহাতি স্পিনার। ৫০ বলে ২১ রান করে সাজঘরে ফেরত যান কারেন। দলীয় ৭২ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে।

তৃতীয় উইকেটে ১০৫ রানের জুটি করে জিম্বাবুয়েকে অনেক দূর এগিয়ে দেন উইলিয়ামস ও নিকোলাস ওয়েলচ। কিছুতেই কিছু হচ্ছিলো না।

অবশেষে সফরকারীদের ১০৫ রানের জুটি ভেঙেছে নিকোলাস ওয়েলচ রিটায়ার্ট হার্ট হওয়ার ফলে। ১৩১ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন তিনি। জিম্বাবুয়ের দলীয় রান তখন ১৬২।

এরপর নতুন ব্যাটার ক্রেইগ আরভিনকে আউট করেন স্পিনার নাঈম হাসান। ৩১ বলে ৫ রান করে সাজঘরে ফেরত যান জিম্বাবুয়ে অধিনায়ক। আরভিনকে উইকেটরক্ষক জাকের আলীর ক্যাচ বানান নাঈম। দলীয় রান তখন ১৭৭।

জিম্বাবুয়ের স্কোরকার্ডে ১ রান যোগ হতেই আবারও আঘাত হানেন নাঈম। ডানহাতি স্পিনার এবার আউট করেন আঠার মতো উইকেটে লেগে থাকা শন উইলিয়ামসকে। ১৬৬ বলে ৬৭ রান করে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার। ১৭৮ রানে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে।

ওয়েসলে মাদভেরে সেট হওয়ার চেষ্টা করেছিলেন। ৩২ বলে ১৫ রান করে তাইজুলের শিকার হন তিনি। বল গ্লাভসে নিতে গিয়ে বেগ পেতে হলেও বুকে চেপে ধরে আটকে রাখেন উইকেটরক্ষক জাকের আলী। এক ওভার পর তাইজুলের আরেক উইকেট।

ওয়েলিংটন মাসাকাদজা ছক্কা হাঁকিয়েছিলেন তাইজুলকে। সেটাই যেন বিপদ ডেকে আনে জিম্বাবুয়ের। পরের বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন লোয়ার অর্ডার এই ব্যাটার (৬), রিভিউ নিয়েও কাজ হয়নি। ওই ওভারে (দলীয় ৮১তম) ঠিক পরের বলে বোল্ড রিচার্ড এনগারাভা (০)।

তাফাজওয়া টিসিগার সঙ্গে দুই রান নিতে গিয়ে মিরাজের থ্রোতে ননস্ট্রাইক এন্ডে রানআউট হন ভিনসেন্ট মাসেকেসা (৮)। অষ্টম উইকেট পতনের পর মাঠে আসেন এর আগে রিটায়ার্ড হার্ট হওয়া নিক ওয়েলচ। কিন্তু এবার আর টিকতে পারেননি তিনি। তাইজুলের ঘূর্ণিতে বোল্ড হয়ে ফেরেন ওয়েলচ (৫৪)।

আমার বার্তা/এমই

শেষ সেশনে ব্যাটিং ধসে ৬৪ রানের লিড নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে ৩ উইকেটে ২০৫ রান নিয়ে দ্বিতীয় দিনের চা-বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। বড় লিডের স্বপ্ন

নাটকীয়তার টাইব্রেকার শেষে চ্যাম্পিয়ন কিংস

ফেডারেশন কাপের ফাইনাল নাটকীয়তায় ভরপুর। সাত দিন পর পুনরায় আজ অবশিষ্ট সময়ের খেলা শুরু হয়েছিল।

মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জয় আবাহনীর

নাহ! এবারও পারলো না মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। দারুণ সুযোগ পেয়েও টানা ১৫ বছরের শিরোপা

দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে টেস্টে সাদমানের ১০০০ রান

গত বছরের আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি সাদমান ইসলাম।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপকর্ম বন্ধ করুন, না হলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে

কোম্পানির মুনাফার জায়গা গোখাদ্য হতে পারে না: ফরিদা আখতার

ভিসা সহজীকরণ নিয়ে বাংলাদেশ-আজারবাইজানের আলোচনা

বাংলাদেশ এখন আইএমএফ-বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়

পিএসসিকে চাপ দেওয়ার মিথ্যা অভিযোগ আনা হয়েছে: আসিফ মাহমুদ

বিপদ বাড়াচ্ছে খোলা তেল, ভিটামিন সমৃদ্ধ প্যাকেজিংয়ের তাগিদ

শেষ সেশনে ব্যাটিং ধসে ৬৪ রানের লিড নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ

গাজীপুর সিটির সাবেক মেয়র মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

বাংলাদেশি সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান

শেয়ারবাজারে দরপতনের ধারা অব্যাহত রয়েছে

প্রাথমিকে ৮ হাজার সহকারী শিক্ষক পদ শূন্য, শিগগির বড় বিজ্ঞপ্তি

রাজধানীতে পৃথক দুই ট্রেনের ধাক্কায় নিহত ২

নাটকীয়তার টাইব্রেকার শেষে চ্যাম্পিয়ন কিংস

মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জয় আবাহনীর

ফ্যাসিস্ট হাসিনার দোসরদের পদোন্নতি, দক্ষ ব্যাংকারদের বঞ্চনা

চিনের রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ২২ জনের

গাজার জনগণের প্রতি মানবিক সহায়তা দিয়েছে হামদর্দ

বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

এনআইডির সাথে পাসপোর্টও আমলে নিতে হবে

প্রাক্তনের সঙ্গে দেখা হলে যা করবেন