ই-পেপার শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২

বিশ্বকাপে জায়গা করে নিল ক্রোয়েশিয়া, অপেক্ষায় আরও ১৩ দল

আমার বার্তা অনলাইন
১৫ নভেম্বর ২০২৫, ১০:০৬

ড্র করলেই ২০২৬ বিশ্বকাপে নাম লেখানো নিশ্চিত ছিল ক্রোয়েশিয়ার। তবে লুকা মদ্রিচদের সেই সহজ পথেই হাঁটতে হয়নি—বরং ঘুরে দাঁড়িয়ে ফারো আইল্যান্ডসকে ৩–১ গোলে হারিয়ে দাপট দেখিয়েই টিকিট নিশ্চিত করেছে তারা। ইউরোপের তৃতীয় এবং সব মিলিয়ে ৩০তম দল হিসেবে মূলপর্বে উঠল ২০১৮ সালের রানারআপরা।

রিজেকায় নিজেদের মাঠে নামার পর থেকেই খেলার নিয়ন্ত্রণ ধরে রাখে ক্রোয়েশিয়া। পুরো ম্যাচে বল দখলে তারা এগিয়ে ছিল ৭৩ শতাংশে, আর নিয়েছে ১৮টি শট—যার পাঁচটি লক্ষ্যভেদী। উল্টো দিকে ফারো আইল্যান্ডস ছয়টি শট নিয়ে চারটিতেই গোলমুখে আঘাত করেছে। খেলার ধারার বিপরীতে ১৬ মিনিটে গেজা ডেভিড তুরির গোলে অনাকাঙ্ক্ষিতভাবে পিছিয়েও পড়ে স্বাগতিকরা।

তবে সেই ধাক্কা দীর্ঘস্থায়ী হয়নি। ২৩ মিনিটে ইয়োশকো গাভারদিওলের গোল ক্রোয়েশিয়াকে ফেরায় সমতায়। বিরতির পর ৫৭ মিনিটে পিটার মুসার গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পরে ৭০ মিনিটে ইভান পেরিসিচের দূরের পোস্টে পাঠানো ক্রস ভলি শটে জালে জড়ান নিকোলা ভ্লাসিচ—৩–১ ব্যবধানে ম্যাচের শেষ কথা বলে দেয়।

গ্রুপ ‘এল’-এ আগেই শীর্ষে ছিল মদ্রিচের দল। ৭ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট—৬ জয় ও একটি ড্র। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেক প্রজাতন্ত্র। এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে ফারো আইল্যান্ডস আছে তৃতীয় স্থানে।

কোয়ালিফিকেশন নিশ্চিত হওয়ার পর গাভারদিওল বলেছেন, “এক ম্যাচ বাকি থাকতেই আমরা লক্ষ্য অর্জন করেছি—এটা নিঃসন্দেহে গর্বের বিষয়। যদিও শেষ ম্যাচে মন্টেনিগ্রোর মাঠেও আমরা একই মনোযোগ নিয়ে নামব, কারণ প্রতিটি ম্যাচই আসন্ন গ্রীষ্মের প্রস্তুতির অংশ।”

ইউরোপ থেকে সবচেয়ে আগে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড। এরপর দ্বিতীয় দল হিসেবে ফ্রান্স নিশ্চিত করে টিকিট। ক্রোয়েশিয়াসহ এখন পর্যন্ত ৩০টি দল নিশ্চিত হয়েছে। গ্রাহক দেশ মিলিয়ে মোট ৪৮ দলের বিশ্বকাপে বাছাই থেকে সরাসরি খেলবে ৪৩টি দল, আর প্লে-অফের মাধ্যমে উঠবে বাকি ৫টি। ইউরোপ থেকেই উঠবে সর্বোচ্চ ১৬ দল।

এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা ৩০ দল

কনক্যাকাফ (উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান)

কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক) ও যুক্তরাষ্ট্র (স্বাগতিক) (বাছাই খেলে আরও ৩ দল উঠবে)

কনমেবল (দক্ষিণ আমেরিকা)

আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে

এএফসি (এশিয়া)

অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, সৌদি আরব ও কাতার

সিএএফ (আফ্রিকা)

মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট ও সেনেগাল

ওএফসি (ওশেনিয়া)

নিউজিল্যান্ড

উয়েফা (ইউরোপ)

ইংল্যান্ড, ফ্রান্স ও ক্রোয়েশিয়া (বাছাই থেকে উঠবে আরও ১৩ দল)

দেশি বনাম বিদেশি খেলোয়াড় চিন্তা করলে বাংলাদেশ জিততে পারবে না

হামজা চৌধুরীর ম্যাজিকে নেপালের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। কিন্তু যোগ করা

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান

ঘরোয়া ক্রিকেটে হার্ডহিটিং দিয়ে নজর কাড়েন হাবিবুর রহমান সোহান। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) সাফল্য

ছাড়পত্র না পাওয়া প্রবাসী ফুটবলারকে নিয়েই বাংলাদেশ ম্যাচের দল দিলো ভারত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত।

শততম টেস্টে বিশেষ সম্মাননা পাচ্ছেন মুশফিক

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথমবার কোনো ক্রিকেটার শততম টেস্টে পা রাখছেন—আর সেই কীর্তির মালিক মুশফিকুর রহিম।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বনাম বিদেশি খেলোয়াড় চিন্তা করলে বাংলাদেশ জিততে পারবে না

খতমে নবুওয়ত মহাসম্মেলনে চার দফা কর্মসূচি ও ছয় দফা ঘোষণা

গ্রহণযোগ্যতা বাড়াতে জাপাকে নির্বাচনের বাইরে রাখা ঠিক হবে না

সুস্থ লিভার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে যে ৩ পানীয় উপকারী

১৩৩ প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করলো গণফোরাম

‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই ঘটনায় জাপা নেতা গ্রেপ্তার

সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের সংঘর্ষে আহত ৩০ জন

ক্রসফায়ার-গুমের ভয় দেখিয়ে সন্ত্রাস দমন করতে চাই না: আইজিপি

দিল্লিতে বসে হাসিনা জ্বালাও-পোড়াওয়ের হুকুম দিচ্ছে: ফখরুল

ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২৬ শুরু

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ১৪তম কমিউনিকেশন সামিট

নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো ফল হবে না: আইজিপি

মানুষ সহজে আপনাদের ভোট দেবে না

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২ জন

বিশ্ববিদ্যালয়গুলোকে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বান পরিবেশ উপদেষ্টার

আমাদের প্রকৃত শিক্ষা শিখতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

তারা গুপ্ত রাজনীতির সঙ্গে মিলেমিশে বোমা হামলা করে: এ্যানি

হাসিনার রায় ঘিরে কোনও নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা