
তাহরীকে খতমে নবুওয়ত (বাংলাদেশ) এর আমীর, আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী শনিবার (১৫ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বলেন, যদি সংবিধানে মুসলমানদের মৌলিক দাবি পুরন না হয়, তাহলে তারা সেই সংবিধান বা সংশ্লিষ্ট সনদ গ্রহণ করবে না।
তিনি বলেন, দেশের প্রকৃত মালিক হচ্ছে মুসলমান জনগণ, এবং তাদের ট্যাক্স‑ভ্যাটের টাকায় সরকারের কাজ চলছে — তাই যদি তাদের মৌলিক দাবি সংবিধানে প্রতিফলিত না করা হয়, তাহলে “সে সংবিধানও মানি না, সনদও মানি না।”
এছাড়া, আব্বাসী তার বক্তৃতায় বলছেন যে, তাঁর বিশ্বাস অনুযায়ী, নবী মুহাম্মদ (সা.) দেড় হাজার বছর আগে প্রেরিত হয়েছিলেন এবং নবুওয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে — তাঁর পরে আর কোনো নবী বা রাসূল আসেননি এবং কেয়ামত পর্যন্ত আসবেনাও না।
তিনি আরও যুক্ত করেছেন যে, “খতমে নবুওয়তের জিহাদ”ই তাঁর মতে সর্ববৃহৎ জিহাদ এবং এই আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন।
আমার বার্তা/জেএইচ

