
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোকে ১৫ জনের প্রাথমিক স্কোয়াড দিতে ১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এক নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যেই তাদের স্কোয়াড বিশ্ব ক্রিকেট সংস্থাকে পাঠিয়েছে। কিন্তু সেই তালিকা প্রকাশ করেনি।
যদিও সবগুলো দল তাদের প্রাথমিক স্কোয়াড দেয়নি। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আইসিসির অনুমোদন ছাড়াই দলগুলো তাদের প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। তবে ওই তারিখের পর দলে কোনো পরিবর্তন আনতে হলে আইসিসির টুর্নামেন্ট টেকনিক্যাল কমিটির কাছ থেকে অনুমতি লাগবে।
ওই সূত্রে জানা গেছে, পাকিস্তানের প্রাথমিক স্কোয়াডে ইনজুরিতে পড়া ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি, সাবেক অধিনায়ক বাবর আজম ও অলরাউন্ডার শাদাব খান আছেন।
কাঁধের ইনজুরিতে গত বছরের মে মাস থেকে আন্তর্জাতিক ক্রিকেট না খেলা শাদাব সম্প্রতি বিগ ব্যাশ লিগ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। ৭ জানুয়ারি থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দলেও রাখা হয়েছে তাকে। এই শ্রীলঙ্কা সফরে পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বকাপ দলের বড় অংশ পূরণ করবেন নির্বাচকরা।
এদিকে গত সপ্তাহে বিগ ব্যাশ চলাকালে হাঁটুর ইনজুরিতে পড়েন শাহীন। তার সেরে ওঠার ওপর নির্ভর করছে বিশ্বকাপ স্কোয়াডে তিনি শেষ পর্যন্ত থাকতে পারবেন কি না। ফাস্ট বোলার হারিস রউফকে প্রাথমিক দলে অন্তর্ভুক্ত করা হয়নি বলে ওই সূত্র জানিয়েছে।
এই দলে আরও আছেন রহস্যময় স্পিনার উসমান তারিক ও আবরার আহমেদ, অলরাউন্ডার ফাহিম আশরাফ ও মোহাম্মদ নওয়াজ, সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, নাসিম শাহ, উসমান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সালমান আলী আগা।
আমার বার্তা/এমই

