ই-পেপার রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩

বাংলাদেশের সঙ্গে গ্রুপ অদলবদলের সম্ভাবনা নাকচ করল আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ
আমার বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৩

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা যেন প্রতিনিয়ত ফিকে হয়ে আসছে। আইসিসির কাছে বারবারই নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে নিজেদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাও ভারতের মাটিতেই খেলতে যাওয়ার জন্য রাজি করাতে চায়। এরই মাঝে উভয়পক্ষের আলোচনায় গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতের পাশাপাশি শ্রীলঙ্কার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ফলে টুর্নামেন্টের ম্যাচগুলো শ্রীলঙ্কায় পড়েছে এমন কোনো দলের সঙ্গে গ্রুপ অদল-বদলের গুঞ্জন ওঠে। সম্ভাব্য দল হিসেবে আয়ারল্যান্ড এবং তাদের গ্রুপ ‘সি’তে ভাবা হচ্ছিল বাংলাদেশকে। অর্থাৎ, আয়ারল্যান্ডও গ্রুপ পাল্টে বাংলাদেশের জায়গায় ‘বি’-তে খেলবে। কিন্তু এমন সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।

গতকাল (শনিবার) ঢাকায় বিশ্বকাপ ইস্যুতে বৈঠক করেছে বিসিবি ও আইসিসি। পরবর্তীতে এক বিবৃতিতে বিশ্বকাপে গ্রুপ পরিবর্তন নিয়ে সম্ভাবনার কথাও আলোচনায় উঠে এসেছে বলে উল্লেখ করে বিসিবি, ‘গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে সভাটি অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষই খোলামেলা আলোচনার মাধ্যমে প্রাসঙ্গিক বিষয় নিয়ে মতবিনিময় করে। আলোচনার এক পর্যায়ে লজিস্টিক বা আয়োজন-সংক্রান্ত পরিবর্তন যতটা সম্ভব কম রেখে বিষয়টি সহজ করতে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও বিবেচনায় আনা হয় ৷’

এরপরই ক্রিকেট আয়ারল্যান্ড বিশ্বকাপে তাদের গ্রুপ পরিবর্তন হবে না বলে আইসিসির কাছ থেকে আশ্বাস পাওয়ার কথা জানিয়েছে। বিশ্ব ক্রিকেট সংস্থার সঙ্গে যোগাযোগের কথা উল্লেখ করে ক্রিকবাজকে সিআই–এর এক মুখপাত্র জানিয়েছেন, ‘(বিশ্বকাপে) আমাদের নির্ধারিত সূচির পরিবর্তন হবে না বলে সুনির্দিষ্ট নিশ্চয়তা পেয়েছি। আমরা নিশ্চিতভাবে শ্রীলঙ্কায় গ্রুপপর্বের ম্যাচ খেলতে যাচ্ছি।’

বিশ্বকাপের সূচিতে আয়ারল্যান্ডের সব ম্যাচের ভেন্যু লঙ্কান ভূমিতে নির্ধারিত হয়েছে। গ্রুপ ‘সি’–তে স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং ওমান। আর সূচি অনুসারে ভারতের কলকাতায় বাংলাদেশের তিনটি গ্রুপপর্বের ম্যাচ এবং আরেকটি মুম্বাইয়ে হওয়ার কথা। ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং নেপাল, ইতালি।

গ্রুপ-সংক্রান্ত বিষয় ছাড়াও আইসিসির সভায় আলোচনা প্রসঙ্গে বিসিবি বলছে, ‘আলোচনার সময় বিসিবি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। একই সঙ্গে বিসিবি বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগ তুলে ধরা হয়। বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়, বাংলাদেশের সমর্থক, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের নিরাপত্তা ও সুরক্ষা-সংক্রান্ত বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এই সভায়।’ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় ‍উভয়পক্ষ গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বলেও একমত হয়েছে।

কয়েক সপ্তাহজুড়ে অমীমাংসিত বিষয় সমাধানে গতকাল সরাসরি বৈঠক করতে ঢাকায় এলেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। তার সঙ্গী হসেবে বিশ্ব ক্রিকেট সংস্থাটির ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন্সের জেনারেল ম্যানেজার গৌরভ সাক্সেনারও আসার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় ঢাকায় আসা হয়নি তার। সে কারণে তিনি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন। বিপরীতে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

আমার বার্তা/জেএইচ

আইসিসিকে এবার নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ

ভিসা জটিলতায় ভারতীয় আইসিসি প্রতিনিধি নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে পারেননি। তবে তিনি অনলাইনে বৈঠকে যোগ

চমক দিয়ে ইতালির বিশ্বকাপের দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালিকে। আরও

সময়সীমা পেরোলেও শোকজের জবাব দেননি পরিচালক নাজমুল

বাংলাদের ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে গত বৃহস্পতিবার ক্রিকেটাঙ্গন ছিল তোলপাড়।

ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফে রংপুর

টানা তিন ম্যাচ জেতার পর টানা তিন ম্যাচে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল রংপুর রাইডার্স। এরই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি-লেগুনা সংঘর্ষে নিহত ১ জন

ওপেনএআই ও মাইক্রোসফটের কাছে ১৩৪ বিলিয়ন ডলার দাবি: ইলন মাস্ক

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা

ইসি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে: ছাত্রদল

সাবেক মন্ত্রী আব্দুল মান্নান শিকদারের জীবনীগ্রন্থের প্রকাশনা উৎসব

বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালদ্বীপ

ইরাকের সেই বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা

কুমিল্লায় অটোরিকশা চালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩

আইসিসিকে এবার নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ

আজ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় যুক্তিতর্ক

ভাসানচর হাতিয়ার নয় সন্দ্বীপের, ক্ষোভে ফুঁসছেন নোয়াখালীবাসী

চমক দিয়ে ইতালির বিশ্বকাপের দল ঘোষণা

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপিতে যোগ দিলেন জেপির ছয় শতাধিক নেতাকর্মী

শিশু ও রোগীদের প্রাণ বাঁচাতে গিয়ে অসুস্থ ২ আনসার সদস্য

সঠিক নীতি সহায়তা পেলে পোশাককেও ছাড়িয়ে যাবে প্যাকেজিং খাত

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৫

বাংলাদেশের সঙ্গে গ্রুপ অদলবদলের সম্ভাবনা নাকচ করল আয়ারল্যান্ড

রিহ্যাবে সব পদে সরাসরি ভোট গ্রহণ, নির্বাচন ফেব্রুয়ারিতে

গাজায় ‘বোর্ড অব পিস’: শান্তি না ঔপনিবেশিক পরিকল্পনা

আজ ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর, বায়ুদূষণে শীর্ষে দিল্লি