ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে 'পিস অ্যাওয়ার্ড-২০২৫'। গত ১২ জুলাই কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ গুণীজন সংবর্ধনায় রামপুরা ও আশপাশের মোট ১১টি স্কুলের প্রধান শিক্ষকগণকে সম্মাননা প্রদান করা হয়।
সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ এস. এম. সোহরাওয়ার্দী। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন এবং বিশেষ অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিন। আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মো. তারিকুল ইসলাম ভুঁইয়া (সায়মন তারিক), বিশিষ্ট শিক্ষানুরাগী এডভোকেট শামীম মনিরসহ আমন্ত্রিত অতিথি ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত ছিল—আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং মধ্যাহ্নভোজ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব। শুভেচ্ছা বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শামিমা নাসরিন। কলেজের অধীন গঠিত তিনটি ক্লাব—REDC কালচারাল ক্লাব, ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাব ও মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ক্লাবের পক্ষে নিজস্ব কার্যক্রম তুলে ধরেন সংশ্লিষ্ট শিক্ষকগণ।
প্রধান শিক্ষকগণ তাঁদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। অভিভাবক সদস্য ও অতিথিরাও কলেজ পরিচালনা, ভর্তি কার্যক্রম ও নীতি বিষয়ে মূল্যবান মতামত দেন। অধ্যক্ষ এস. এম. সোহরাওয়ার্দী কলেজের সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা জানান।
দ্বিতীয় পর্বে আমন্ত্রিত প্রধান শিক্ষকদের ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়। তৃতীয় পর্বে অতিথি ও শিক্ষকগণ একত্রে মধ্যাহ্নভোজে অংশ নেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কলেজের বাংলা, হিসাববিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান ও দর্শন বিভাগের শিক্ষকবৃন্দ।
চার দশকেরও বেশি সময় ধরে শিক্ষার আলো ছড়ানো এই প্রতিষ্ঠানটি বর্তমানে আধুনিক প্রযুক্তিনির্ভর ও রাজনীতিমুক্ত পরিবেশে পরিচালিত একটি সুপরিচিত বিদ্যাপীঠ হিসেবে রামপুরায় স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছে। ‘পিস অ্যাওয়ার্ড-২০২৫’ আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষানুরাগ ও গুণীজন সম্মাননার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।
আমার বার্তা/এমই