ই-পেপার শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

আমার বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৫, ১৭:৫৮

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তির যোগ্যতা পূরণ না করেও অনিয়মের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করার সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে উচ্চতর তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নথিপত্র বলছে, জুলাইয়ের ২০ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় বেনজীরের ডক্টরেট ডিগ্রির বিষয়টি খতিয়ে দেখতে তথ্যানুসন্ধান কমিটির রিপোর্ট বিস্তারিত পড়ে শোনান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

তথ্যানুসন্ধান কমিটির রিপোর্ট অনুযায়ী, বেনজীর আহমেদের ভর্তি ফরমে নথির ক্রমিক নং ৫৪-এ নীল কালিতে ফরম পূরণ করা হয় কিন্তু তার শিক্ষাগত ডিগ্রি বিএ (পাস) ঘরে কালো কালিতে মোট নম্বর লিপিবদ্ধ করা হয়। অনুচিত সুবিধা নেওয়ার জন্য বেনজীর ফরমে মিথ্যা তথ্য দিয়েছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে তথ্যানুসন্ধান কমিটি।

রিপোর্টে আরও বলা হয়, ডিবিএ রুলস অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েটে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক কিন্তু বেনজীর আহমেদের সেই শর্ত পূরণ না হওয়ায় ভর্তির যোগ্যতা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি।

সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে তথ্যানুসন্ধান কমিটির রিপোর্ট গ্রহণ করে সিন্ডিকেট। এছাড়াও বেনজীর আহমেদ ভর্তির যোগ্যতা পূরণ না করে ডিবিএ ডিগ্রি অর্জনের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর/ব্যক্তির দায় নিরূপণসহ পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার জন্য পাঁচ সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করে সিন্ডিকেট।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে আহ্বায়ক করা হয়। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। তদন্ত কমিটিতে রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদকে সদস্য সচিব করা হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বেনজীর আহমেদের ডিবিএ ডিগ্রি স্থগিত থাকবে। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়।

বেনজীর আহমেদ ২০১৯ সালে ঢাবি থেকে ডক্টরেট ডিগ্রি নেন। এরপর থেকে তিনি নামের আগে ডক্টর শব্দটি ব্যবহার করা শুরু করেন। যদিও ডক্টরেট ডিগ্রি নেওয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই তার ছিল না। ডিবিএতে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয়। শিক্ষাজীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হয়। যার কোনোটাই বেনজীরের ছিল না। তার ভর্তির ক্ষেত্রে মৌলিক শর্তগুলো শিথিল করা হয়েছিল সুপারিশে। শর্ত শিথিল করে তাকে ভর্তির সুযোগ করে দিয়েছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি ছিলেন বেনজীরের ‘ডক্টরেট’ প্রোগ্রামের তত্ত্বাবধায়ক।

আমার বার্তা/জেএইচ

খুবিতে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি তিন শতাধিক গবেষক

খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। শনিবার (২

রাত দশটার পর হলের বাইরে থাকলে চবিতে ছাত্রীদের সিট বাতিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাত ১০টার পর বাইরে থাকলে আবাসিক ছাত্রীদের সিট বাতিলের হুমকি দিয়েছেন সহকারী

চাকসুর লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে গঠনতন্ত্র অনুমোদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সংশোধিত গঠনতন্ত্র সিন্ডিকেটে পাস হয়েছে। এতে ভোটার ও প্রার্থীর

নজরুল বিশ্ববিদ্যালয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক শিক্ষার্থীর

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসিক শিউলিমালা হলে প্রায় ৩০টি ঘুমের ঔষধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির নতুন দায়িত্বে মেহেদী-জাহেদুল

কক্সবাজারে ট্রেন দুর্ঘটনার পর রেললাইন আটকে বিক্ষোভ

ফ্রান্সের আন্তর্জাতিক বইমেলায় হবে প্রবাসী লেখকদের মিলন মেলা

লন্ডনে গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের নতুন কমিটি গঠন

রোববার থেকে জিএমপির সব থানায় অনলাইন জিডি চালু হচ্ছে

পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেপ্তার

রাস্তার কাজে অনিয়মের জেরে এলজিইডির কর্মচারীকে গণপিটুনি

এশিয়া কাপ দেখতে না পাওয়ার সম্ভাবনা পাকিস্তানের অধিবাসীদের

বেসরকারি লিগে ‘পাকিস্তান’ নাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

চলতি বছরে ওমরাহ সিজনে ৪৫ দিনে ওমরাহ করলেন ১২ লাখ মানুষ

দেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই: বাণিজ্য উপদেষ্টা

স্থলপথে হজযাত্রা বন্ধ করতে যাচ্ছে মিসর

খুবিতে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি তিন শতাধিক গবেষক

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চারজনের

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি পোশাক শিল্পের জন্য ইতিবাচক: ফজলে শামীম এহসান

জুলাইয়ের মায়েরা স্মরণসভায় কান্নায় ভেঙে পড়েন শহীদের মায়েরা

র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাত দলের আট সদস্য গ্রেপ্তার

বিএনপির পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার ৫

রাত দশটার পর হলের বাইরে থাকলে চবিতে ছাত্রীদের সিট বাতিল

সাশ্রয়ী মূল্যে চট্টগ্রাম-মোংলা বন্দরের সেবা নিশ্চিত করতে হবে