ই-পেপার শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করলেন ট্রাম্প

মেদভেদেভকে জবাব
আমার বার্তা অনলাইন
০২ আগস্ট ২০২৫, ১০:৪৪
আপডেট  : ০২ আগস্ট ২০২৫, ১০:৪৬

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক ‘উচ্চমাত্রার উসকানিমূলক’ মন্তব্যের জবাব দিতে রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্তব্য করার সময় শব্দ বাছাইয়ের ক্ষেত্রে মেদভেদেভকে সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা কাউন্সিলের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক উচ্চমাত্রার উসকানিমূলক বিবৃতির প্রতিক্রিয়া হিসেবে আমি উপযুক্ত জায়গায় দু’টি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি।”

রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান ফেডারেশন সিকিউরিটি কাউন্সিলের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভ ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তার আগে দুই মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত আস্থাভাজন এই রুশ রাজনীতিক তীব্রভাবে পশ্চিমা বিশ্ববিরোধী হিসেবে পরিচিত।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বেশ কয়েক বার যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে তীব্র সমালোচনামূলক মন্তব্য পোস্ট করেছেন মেদভেদেভ। সর্বশেষ আক্রমণাত্মক মন্তব্য তিনি করেছেন ট্রাম্পের আল্টিমেটারের প্রতিক্রিয়া।

গত মাসের মাঝামাঝি ট্রাম্প ঘোষণা করেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধের জন্য রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিচ্ছেন তিনি। পরে গত সপ্তাহে আল্টিমেটামের মেয়াদ কমিয়ে ১০-১২ দিনে নামিয়ে আনেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের নতুন আল্টিমেটাম ঘোষণার পর যথারীতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন প্রেসিডেন্টের তীব্রভাবে কটাক্ষ করেন মেদভেদেভ। সাম্প্রতিক এক এক্সবার্তায় রুশ নিরাপত্তা সংস্থার উপ প্রধান বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে আল্টিমেটাম-আল্টিমেটাম খেলা খেলতে চাইছেন। মার্কিন প্রেসিডেন্টের এসব নাটুকেপনাকে পাত্তা দেওয়ার সময় রাশিয়ার নেই। সেই সঙ্গে আমরা পরিষ্কারভাবে বলতে চাই— প্রতিটি নতুন আল্টিমেটামের অর্থ হলো (রাশিয়া-যুক্তরাষ্ট্র)সম্ভাব্য যুদ্ধর দিকে এক কদম করে অগ্রসর হওয়া।”

শুক্রবারের ট্রুথ সোশ্যালের পোস্টে মেদভেদেভকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, “আমি তাকে বলতে চাই যে নির্বুদ্ধিতাপূর্ণ এবং উসকানিমূলক বক্তব্য-বিবৃতির ফলাফল তার ধারণার চেয়েও বেশি বিপদজনক হতে পারে। কারণ শব্দ খুবই গুরুত্বপূর্ণ এবং এই শব্দ প্রায়েই আমাদের অনাকাঙিক্ষত পরিস্থিতির দিকে চালিত করতে পারে। আমি আশা করছি যে আমাদের মধ্যে এমন কিছু ঘটবে না।”

পরে একই দিন হোয়াইট হাউসের ওভাল অফিসে এ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, “একটা হুমকি এসেছে এবং আমাদের কাছে এটি ভালো মনে হয়নি। তাই সাবধানতার জন্যই আমাকে এই নির্দেশ দিতে হয়েছে।”

“মার্কিন জনগণের নিরাপত্তার স্বার্থেই আমাকে পরমাণুবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিতে হয়েছে। কারণ যে হুমকির ভিত্তিতে আমার এ পদক্ষেপ, সেটি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং আমরা নিশ্চিতভাবেই আমাদের জনগণকে রক্ষা করব।”

সামরিক প্রটোকলের কারণে ঠিক কোথায় কিংবা রাশিয়ার জলসীমা থেকে কতদূরে সাবমেরিন দু’টি মোতায়েন করা হয়েছে— সে তথ্য প্রকাশ করেননি ট্রাম্প। তবে সাবমেরিনগুলো যে নির্দেশ পেলেই যে কোনো সময় আঘাত হানতে প্রস্তুত— তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে এখনও এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি; তবে ‍রুশ সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ট্রুথ সোশ্যালে ট্রাম্প সাবমেরিন মোতায়েনের ঘোষণা দেওয়ার পর রাশিয়ার শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে।

সূত্র : বিবিসি

আমার বার্তা/জেএইচ

ফের এয়ার ইন্ডিয়া, যান্ত্রিক ত্রুটির জেরে উড্ডয়ন বাতিল করল বিমান

লন্ডনের উদ্দেশে রওনা হয়েও যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন (টেক অফ) বাতিল করে থামতে বাধ্য হয়েছে

৫ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের বিভিন্ন এলাকা। শনিবার

কোনো সংবাদ শেয়ার করার আগে যাচাই করতে হবে: কাবার ইমাম

কোনো সংবাদ শেয়ার করার আগে অবশ্যই তা  যাচাই করতে হবে এবং ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত

মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের ফিলিস্তিনের জনগণের জন্য জরুরি সহায়তা প্রদান

মরক্কোর রাজা আল-কুদস কমিটির চেয়ারম্যান মহামান্য বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ, আল্লাহ তাঁর সহায় হোন, ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির নতুন দায়িত্বে মেহেদী-জাহেদুল

কক্সবাজারে ট্রেন দুর্ঘটনার পর রেললাইন আটকে বিক্ষোভ

ফ্রান্সের আন্তর্জাতিক বইমেলায় হবে প্রবাসী লেখকদের মিলন মেলা

লন্ডনে গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের নতুন কমিটি গঠন

রোববার থেকে জিএমপির সব থানায় অনলাইন জিডি চালু হচ্ছে

পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেপ্তার

রাস্তার কাজে অনিয়মের জেরে এলজিইডির কর্মচারীকে গণপিটুনি

এশিয়া কাপ দেখতে না পাওয়ার সম্ভাবনা পাকিস্তানের অধিবাসীদের

বেসরকারি লিগে ‘পাকিস্তান’ নাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

চলতি বছরে ওমরাহ সিজনে ৪৫ দিনে ওমরাহ করলেন ১২ লাখ মানুষ

দেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই: বাণিজ্য উপদেষ্টা

স্থলপথে হজযাত্রা বন্ধ করতে যাচ্ছে মিসর

খুবিতে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি তিন শতাধিক গবেষক

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চারজনের

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি পোশাক শিল্পের জন্য ইতিবাচক: ফজলে শামীম এহসান

জুলাইয়ের মায়েরা স্মরণসভায় কান্নায় ভেঙে পড়েন শহীদের মায়েরা

র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাত দলের আট সদস্য গ্রেপ্তার

বিএনপির পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার ৫

রাত দশটার পর হলের বাইরে থাকলে চবিতে ছাত্রীদের সিট বাতিল

সাশ্রয়ী মূল্যে চট্টগ্রাম-মোংলা বন্দরের সেবা নিশ্চিত করতে হবে