ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন উপাচার্য ড. অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।
শনিবার (৯ আগস্ট) দুপুরে এই বৈঠক শুরু হয়।
ঢাবিতে হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে উপাচার্যের বৈঠক।
ঢাবি শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে গত শুক্রবার (৮ আগস্ট) দুপুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস।
পরে দিবাগত রাত ১২টার পর মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যে একত্রিত হন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। দাবি জানান ছাত্ররাজনীতি বন্ধের।
পরে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের তোপে মুখে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে বলে মৌখিকভাবে জানিয়ে দেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদল। নতুন কমিটি ঘোষণার মাত্র ১৪ ঘণ্টার মাথায় তথ্য গোপনের অভিযোগে চারটি হল কমিটির ছয় নেতাকে সংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয় এই ছাত্রসংগঠন।
আমার বার্তা/এল/এমই