ই-পেপার রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

শিক্ষায় বৈষম্য দূর ও খেলাধুলা বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি আমিনুল হকের

আমার বার্তা অনলাইন:
০৯ আগস্ট ২০২৫, ২১:০৯

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসানে বাংলাদেশ নতুন পথে হাঁটছে। এখন সময় এসেছে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার, যাতে ভবিষ্যতে দেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারের জন্ম না হয়।

শনিবার (০৯ আগস্ট) দুপুরে মিরপুর সাড়ে এগারোর রংধনু কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে রূপনগর থানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, যেখানে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করে একটি জনগণের সরকার গড়ে তুলবে।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো হবে। ক্লাস ফোর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজির সঙ্গে তৃতীয় ও চতুর্থ ভাষা হিসেবে আরবি, জার্মান, ফরাসি বা স্প্যানিশ শেখানোর উদ্যোগ নেওয়া হবে।”

বইয়ের মান ও দামের প্রসঙ্গে তিনি জানান, অতীতে নিম্নমানের পাঠ্যপুস্তক উচ্চমূল্যে বিক্রি হলেও এখন দাম অর্ধেকে নেমে এসেছে এবং মানোন্নয়ন করা হয়েছে, যা অভিভাবকদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

শিক্ষায় বৈষম্যের সমালোচনা করে তিনি বলেন, “সরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা একই দেশের সন্তান। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পেলেও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পায় না - এটি অযৌক্তিক। বিএনপি ক্ষমতায় গেলে এই বৈষম্য দূর করা হবে।”

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও কারাবাস করেছেন এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিকেএ চেয়ারম্যান ড. এলএম কামরুজ্জামান, বিশেষ অতিথি বিকেএ মহাসচিব জয়নুল আবেদীন জয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, বিকেএ ভাইস চেয়ারম্যান হামিদুুল ইসলাম মিন্টু, বিকেএ সিনিয়র যুগ্ম মহাসচিব এটিএম অলিউল হাসানাত তুহিন, বিকেএ সাংগঠনিক সচিব আলমগীর হোসেন হেলাল, বিকেএ শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান, রূপনগর থানা বিএনপি সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বিকেলে সোনালী অতীতের খোঁজে হিল্লোল এর আয়োজনে চাইনিজ বার ফুটবল টূর্নামেন্ট ২৫ এর ফাইনাল খেলা মিলন ফুটবল একাডেমি ও শহীদ বাগ ফুটবল একাডেমির মধ্যে মধ্যকার খেলায় মিলন ফুটবল একাডেমি ২-০ গোলে জয়ী হয়। গোল দাডা মিলন ও খলিল। সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক ও এ খেলায় অংশ নেন।

আমার বার্তা/এমই

ঢাকা-১২ আসনে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

‘তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’- এই স্লোগানকে সামনে রেখে ঢাকা-১২ আসনে গণমিছিল

হাসিনা বারোটা বাজিয়েছে, এ সরকার চব্বিশটা বাজায়ে দিসে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা আরও খারাপ

২০ হাজার শ্রমিকের মামলা ঝুলে, ড. ইউনূসের মামলা দ্রুত নিষ্পত্তি

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ২০ হাজারের বেশি শ্রমিকের বিরুদ্ধে মামলা এখনো

আ.লীগের মতো কাজ করলে বিএনপি ১৫ দিনও টিকবে না: মেজর হাফিজ

আগামীতে বিএনপি ক্ষমতায় গিয়ে যদি আওয়ামী লীগের মতো কাজ করে তাহলে ১৫ দিনও টিকতে পারবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১২ আসনে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

শিক্ষায় বৈষম্য দূর ও খেলাধুলা বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি আমিনুল হকের

হাসিনা বারোটা বাজিয়েছে, এ সরকার চব্বিশটা বাজায়ে দিসে: মির্জা আব্বাস

শুধু স্বৈরশাসক নন, শেখ হাসিনা ছিলেন মাদকেরও নেত্রী: এ্যানি

বিশ্বে পোশাক রপ্তানিতে শীর্ষে চীন, বাংলাদেশ ও ভিয়েতনাম

ভারতে পালানোর সময় দিপু মনির ভাগনেসহ ৪ জন আটক

গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডে জড়িতদের কোনো ছাড় নয়: অ্যাটর্নি জেনারেল

আদালত অবমাননার দায়ে হাসিনার ৬ মাসের সাজা, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গজারিয়ায় অস্ত্র-গুলি উদ্ধার ও মান্নান হত্যার আসামি গ্রেপ্তার

গজারিয়ার বাউশিয়ায় বিএনপি কর্মী সভা অনুষ্ঠিত

বনভূমি ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সুপরিকল্পিত কর্মসূচি নেবে সরকার

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন: সিইসি নাসির উদ্দিন

বাংলাদেশ-নেপাল-শ্রীলঙ্কা আমাদের থেকে সরে যাচ্ছে: মোদিকে শারদ পাওয়ার

বাকৃবিতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত

২০ হাজার শ্রমিকের মামলা ঝুলে, ড. ইউনূসের মামলা দ্রুত নিষ্পত্তি

সাংবাদিক তুহিন হত্যায় আরেক আসামি কিশোরগঞ্জে গ্রেপ্তার

দক্ষিণ বাংলার অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে কুয়াকাটা

সকল ধর্মেই মানবসেবাকে প্রাধান্য দেওয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা

আ.লীগের মতো কাজ করলে বিএনপি ১৫ দিনও টিকবে না: মেজর হাফিজ

আগামী দিনে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির