সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর বাজারের কাচারি ঘাট সংলগ্ন মেতরপট্টিতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চুলাই মদের কারখানার সন্ধান পাওয়া গেছে।
গোপন সংবাদ এর ভিত্তিতে, উপজেলা প্রশাসন অভিযান চালায়, এদিকে মেতরপট্টিতে দেশীয় ২০০ লিটার মদ তৈরির প্রস্তত্ত কাজ চলছে, খবর পেয়ে উপজেলা প্রশাসন যৌথ অভিযানে মদ তৈরি উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করে তা ধ্বংস করা হয়।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান এবং মধ্যনগর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাকিল মাহমুদ।
অভিযান শেষে ইউএনও উজ্জ্বল রায় বলেন, শারদীয় দূর্গা পূজার সময় কেউ যাতে মাদক বিক্রয় বা সেবন করতে না পারে,এবং মাদক সেবক করে অনৈতিক কর্মকাণ্ডে না জড়ায় এবং পূজার কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যেই প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।