সৌদি আরবের জাতীয় পতাকাবাহী এয়ারলাইনস সৌদি এয়ারলাইনসের ঢাকা সিটি টিকিটিং অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীতে সৌদি এয়ারলাইনসের সিটি টিকিটিং অফিস উদ্বোধন করছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ।
এ সময় উপস্থিত ছিলেন সৌদি এয়ারলাইনসের আন্তর্জাতিক সেলসের সহকারী ভাইস প্রেসিডেন্ট মিসর মুহসেদ আল মুসাঈদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (ইস্ট অ্যান্ড ওয়েস্ট) ড. মোহাম্মদ নাজরুল ইসলাম এবং বাংলাদেশে সৌদি এয়ারলাইনসের জিএসএ গ্যালাক্সির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত ডক্টর আবিয়াহ বলেন, সৌদি আরব এবং বাংলাদেশ দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে সম্পর্ক গভীর ও ঐতিহাসিক। তিনি বলেন, এই নতুন সুবিধাটি মানুষের মধ্যে সংযোগকে আরও শক্তিশালী করবে, ভ্রমণের সুবিধা বাড়াবে এবং বাংলাদেশি ভ্রমণকারী, যাদের মধ্যে হজ ও ওমরা যাত্রীও রয়েছেন, তারা বিশেষ সেবা পাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (ইস্ট অ্যান্ড ওয়েস্ট) ড. মোহাম্মদ নাজরুল ইসলাম বলেন, সৌদি আরব বাংলাদেশের উড়োজাহাজ চলাচল খাতের এক বিশ্বস্ত সহযোগী। নতুন এ কার্যক্রম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে।
বাংলাদেশে সৌদি এয়ারলাইনসের জিএসএ গ্যালাক্সির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ জানান, এয়ারলাইনসটি ইউরোপ এবং উত্তর আমেরিকার জন্য দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য একটি পছন্দের পরিবহন হয়ে উঠেছে। একইসঙ্গে তারা স্টপওভার ভিসা প্রোগ্রামের মাধ্যমে ওমরা যাত্রীদের জন্য সহজ সুবিধা প্রদান করছে।
তিনি জানান, যে কোনো ব্যক্তি খুব সহজে www.saudia.com ঠিকানায় ভিজিট করে সব ধরনের সেবা নিতে পারছেন।
২০২৫ সালের বিশ্ব পর্যটন দিবসে ঢাকায় সৌদি এয়ারলাইনসের এই কার্যক্রম উদ্বোধন সৌদি আরবের দ্রুতবর্ধমান পর্যটন খাতকে জনপ্রিয় করে তোলার প্রতি প্রতিশ্রুতি তুলে ধরে। উমরাহ প্লাস উদ্যোগ, যা ভ্রমণকারীদের ধর্মীয় যাত্রার সঙ্গে দেশের সংস্কৃতি ও বিনোদন অভিজ্ঞতাকে সংযুক্ত করতে আমন্ত্রণ জানায়, এটি সৌদি আরবের একটি নেতৃস্থানীয় বৈশ্বিক পর্যটন গন্তব্যে পরিণত হওয়ার বিস্তৃত লক্ষ্যকে প্রতিফলিত করে।
আমার বার্তা/এল/এমই