ই-রিটার্ন প্রক্রিয়া ব্যবহার করে ব্যক্তি শ্রেণির করদাতাসহ ব্যবসায়ীদের কর প্রদানে এগিয়ে আসার আহ্বান ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে আয়োজিত ‘ব্যক্তিগত আয়কর ও ই-রিটার্ন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনকালে সভাপতি তাসকীন আহমেদ এ আহ্বান জানান।
কর প্রদানের বিদ্যমান প্রতিবন্ধকতা এড়াতে ই-রিটার্ন প্রক্রিয়ায় ব্যবসায়ী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা চেম্বারের সভাপতি বলেন, কর রাজস্বের মাধ্যমে সরকার দেশীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে থাকে, তাই দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালীকরণে আয়কর জমা দেওয়া আমাদের প্রত্যেক নাগরিক ও ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব।
তিনি জানান, পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের জিডিপিতে আয়করের অবদান তুলনামূলকভাবে অনেক কম, আমাদের এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, বেশি হারে কর প্রদান করতে হবে। সরকার জনগণকে আয়কর প্রদানে উৎসাহিত করার পাশাপাশি কর প্রদান প্রক্রিয়ায় বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনে ই-রিটার্ন ব্যবস্থার প্রবর্তন করেছে, যার মাধ্যমে কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং ই-রিটার্ন প্রক্রিয়া ব্যবহার করে ব্যক্তি শ্রেণির করদাতা সহ ব্যবসায়ীদের কর প্রদানে এগিয়ে আসার উপর তিনি জোরারোপ করেন।
কর্মশালায় আয়কর, মূল্য সংযোজন (ভ্যাট) এবং ই-রিটার্নের ওপর ৩টি সেশন অনুষ্ঠিত হয়। যেখানে যথাক্রমে হাদি লুৎফুল অ্যান্ড কোং-এর সিইও লুৎফুল হাদি, বিজ সলিউশন লিমিটেডের মো. শফিকুল ইসলাম, এফসিএ ও স্নেহাশীষ মোহাম্মদ অ্যান্ড কোং-এর পার্টনার স্নেহাশীষ বড়ুয়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
আয়োজিত কর্মশালায় ঢাকা চেম্বারের সদস্য প্রতিষ্ঠানগুলোর ৭০-এর অধিক প্রতিনিধি যোগদান করেন এবং উল্লিখিত বিষয়ে সম্যক ধারণা প্রদান করা হয়।
এ সময় ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী ও সহ-সভাপতি মো. সালিম সোলায়মান উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এল/এমই