সাভারে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কভাবে গড়ে তোলার উদ্দেশ্যে শুরু হলো সাভার সর্ববৃহৎ তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সাভার মডেল কলেজে গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে সাভারের প্রায় ৮০টি স্কুলের ৫ম থেকে ১০ম শ্রেণির প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
সাভার সাইন্স সোসাইটি উদ্যোগে এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়। সাভার সাইন্স সোসাইটি হচ্ছে সাভার থেকে যারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদের একটি ফাউন্ডেশন। এই আয়োজন করায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনেক খুশি।
এ সময় সাভার সাইন্স সোসাইটির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এল/এমই