ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিনের ঝাঁপিতে মিলতে যাচ্ছে আরও একটি সম্মাননা। টেলিভিশন অভিনেত্রী হিসেবে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ নাহার কুকিং ওয়ার্ল্ড প্রদত্ত প্রাণ স্পাইস নাহার কুকিং ওয়ার্ল্ড এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড ২০২৫ এ ভূষিত হতে যাচ্ছেন গুণী এ অভিনেত্রী।
আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওস্থ লায়ন্স টাওয়ারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার হাতে এই সম্মাননা তুলে দিবেন।
এতে বিভিন্ন ক্যাটাগরিতে শোভিজের আরও তারকাদেরও এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিনি ইতোপূর্বে আরও একাধিক সম্মাননা অর্জন করেন।
অভিনেত্রী ফারিয়া শাহরিন ব্যাচেলর পয়েন্ট নাটকে অন্তরা নামে অভিনয় করে দর্শকদের এতটাই আকৃষ্ট করেছেন যে দর্শকরা তাকে অন্তরা নামেই বেশী চিনে। ব্যাচেলর পয়েন্ট নাটকের জন্য ই তিনি আগামীকাল এই অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন। শক্তিমান অভিনেতা মোশাররফ করিমসহ জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে অভিনয় করে তিনি বেশ কয়েকটি নাটক দর্শকদের উপহার দিয়েছেন। তার অভিনিত প্রতিটি নাটক ই দর্শকরা ভালোভাবে গ্রহণ করে।
আমার বার্তা/এমই