ই-পেপার সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

অভিবাসন নিয়ন্ত্রণে বাধ্যতামূলক ডিজিটাল আইডি চালু করছে যুক্তরাজ্য

আমার বার্তা অনলাইন:
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৭
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার : ফাইল ছবি

অভিবাসন নিয়ন্ত্রণের চাপের মুখে দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য বাধ্যতামূলক ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সরকারের পক্ষ থেকে জানানো হয়, নতুন এ ব্যবস্থায় ব্রিটিশ নাগরিক ও বৈধ বাসিন্দাদের ডিজিটাল আইডি মোবাইল ফোনে সংরক্ষিত থাকবে। যদিও কাউকে আইডি সঙ্গে বহন করতে হবে না বা তা দেখানোর জন্য বাধ্যও করা হবে না, তবে কর্মীদের জন্য এটি বাধ্যতামূলক হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাজ্যে পরিচয়পত্র ব্যবস্থা বাতিল করা হয়েছিল। দীর্ঘদিন ধরে দেশটি জাতীয় পরিচয়পত্র চালুর বিষয়টি এড়িয়ে চললেও, বর্তমানে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকার অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে ক্রমবর্ধমান জনতাবাদী চাপের মুখে পড়েছে।

ফ্রি ডিজিটাল আইডিতে ব্যক্তির নাম, জন্মতারিখ, ছবি ছাড়াও জাতীয়তা ও বসবাসের তথ্য অন্তর্ভুক্ত থাকবে। সরকারের এক বিবৃতিতে বলা হয়, কাজের অধিকারের প্রমাণ হিসেবে এটি বাধ্যতামূলক হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এর ফলে যারা যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থান করছে, তারা আর চাকরি পাবে না। অর্থ উপার্জনের সুযোগই অবৈধ অভিবাসীদের অন্যতম প্রধান প্রলোভন। এই ব্যবস্থা সেই সুযোগ বন্ধ করবে।

ডিজিটাল আইডি ব্যবস্থার মাধ্যমে গাড়ির লাইসেন্স, শিশু যত্ন, কল্যাণভাতা ও কর-সংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ হবে বলেও জানিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ডিজিটাল আইডি যুক্তরাজ্যের জন্য বিশাল সুযোগ। এটি নাগরিকদের অসংখ্য সুবিধা দেবে। একই সঙ্গে অবৈধভাবে কাজ করা আরও কঠিন হয়ে পড়বে, যা আমাদের সীমান্তকে আরও সুরক্ষিত করবে।

তবে পরিকল্পনাটি রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। মধ্যপন্থী লিবারেল ডেমোক্র্যাটরা বলেছে, নাগরিকদের “প্রতিদিনের জীবনে বেসরকারি তথ্য জমা দিতে বাধ্য করা হবে” এমন কোনো ডিজিটাল আইডি তারা সমর্থন করবে না।

অন্যদিকে বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা কেমি বাদেনোখ এক্সে লিখেছেন, তার দল সরকার বা অন্য কারও বাধ্যতামূলক আইডি কার্ড চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা প্রতিহত করবে। তিনি আরও বলেন, আমরা এমন কোনো ব্যবস্থা সমর্থন করব না, যা ব্রিটিশ নাগরিকদের জন্য বাধ্যতামূলক হবে বা যারা এটি ব্যবহার করতে চান না তাদের নাগরিক অধিকারের বাইরে রাখবে।

ডানপন্থি রিফর্ম ইউকে পার্টি এ পরিকল্পনাকে ‘নির্বাচনী কৌশল’ আখ্যা দিয়ে বলেছে, এটি কেবল ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা। তাদের দাবি, এটি অবৈধ অভিবাসন ঠেকাতে কোনো কাজ করবে না, বরং সাধারণ নাগরিকদের নিয়ন্ত্রণ ও শাস্তি দিতে ব্যবহার করা হবে। দলটির নেতা নাইজেল ফারাজ বলেন, ইউরোপের বেশিরভাগ দেশে জাতীয় পরিচয়পত্র ব্যবস্থা থাকলেও ব্রিটিশরা ঐতিহাসিকভাবে এমন উদ্যোগকে সন্দেহের চোখে দেখে এসেছে।

২০০০-এর দশকে টনি ব্লেয়ারের নেতৃত্বে লেবার পার্টি পরিচয়পত্র চালুর চেষ্টা করেছিল। তবে তার উত্তরসূরি গর্ডন ব্রাউন এ পরিকল্পনা বাতিল করেন, কারণ বিরোধীরা এটিকে নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখেছিল।

কিন্তু বর্তমান জনতাবাদী আবহে সরকার মনে করছে, অভিবাসনবিষয়ক উদ্বেগ আগের আপত্তিগুলোকে ছাপিয়ে যাবে। লেবার পার্টির বার্ষিক সম্মেলনের প্রাক্কালে এই ঘোষণা আসা একেবারেই কাকতালীয় নয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত পরিচয়পত্র না চালুর দাবিতে ৫ লাখ ৭৫ হাজার মানুষ অনলাইন আবেদনপত্রে সই করলেও সাম্প্রতিক জরিপে দেখা গেছে, বেশিরভাগ মানুষ এ পদক্ষেপের পক্ষে। - সূত্র: বিবিসি, আল জাজিরা

আমার বার্তা/এমই

নাৎসি বাহিনীর গণহত্যার শিকার হয়েও শিক্ষা নেয়নি ইসরাইল: মাহাথির মোহাম্মদ

ইসরাইলের তীব্র সমালোচনা করে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, ‘ইসরাইল নাৎসি জার্মানির হাতে গণহত্যার

প্রথমবার বাংলাদেশের জন্য বিদেশি ঋণসীমা বেঁধে দিল আইএমএফ

বাংলাদেশের জন্য প্রথমবারের মতো বিদেশি ঋণ গ্রহণে সীমা বেঁধে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির

জাতিসংঘে পাকিস্তানের ব্যাপক সমালোচনা জয়শঙ্করের

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভারতের হয়ে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিউইয়র্কের স্থানীয়

প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না

চলতি মাসে জেন-জির আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তবে ক্ষমতাচ্যুত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজা উপলক্ষে বড়লেখায় ইউএনও'র পূজামণ্ডপ পরিদর্শন

শার্শায় সাংবাদিক মনি’র মুক্তি দাবি, ওসিকে অপসারণের হুঁশিয়ারি

অনলাইনে জুয়া খেলার বিরোধে তাড়াইলে যুবক নিহত

মধ্যনগরে ২০০ লিটার চুলাই মদ জব্দ করলো প্রশাসন

খাগড়াছড়িতে সেনা-পুলিশসহ আহত অনেকে, তিন পাহাড়ি নিহত

শিক্ষার্থীদের চেয়ে শিক্ষকদের ব্যক্তিস্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে: ফায়েজ

দুই দাবিতে ইউজিসিতে জবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

খাগড়াছড়িতে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষে মেজরসহ ১১ সেনাসদস্য আহত

সেপ্টেম্বর মাসের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার কোটি

সংবাদ ও জনসংযোগে শক্তিশালী এআই প্রযুক্তি আবিষ্কার অপরিহার্য: নাহার খান

সনি এক্সপোর মেয়াদ বাড়ল আরো ২ দিন

বিএজেএফের সভাপতি সাইদ শাহীন, সম্পাদক আবু খালিদ

একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত

জুলাই সনদের আইনি ভিত্তির আলোকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া

ইলিশের আকার অনুযায়ী দাম নির্ধারণের সুপারিশ ট্যারিফ কমিশনের

সভাপতির চিঠি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত, বিসিবি নির্বাচনে বাধা নেই

সাবেক সিইসিদের পরিণতি স্মরণ করিয়ে দেওয়া হলো বর্তমান সিইসিকে