ঈদে মিলাদুন্নবী (সা:) এবং ইসলামের ১৫০০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ মাশায়েখ কাউন্সিল (বিএমসি)'র উদ্যোগে রাজধানীর নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হলো 'মেহফিল এ মুস্তাফা'। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রখ্যাত দরবার শরীফ ও তরিকতের প্রতিনিধি, ওলামা-মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ। সিলেট হযরত শাহজালাল (র:) মাজারের মোতয়াল্লি জনাব ফতেহ উল্লাহ আল আমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে কোরআন ও হাদিসের আলোকে মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও নৈতিক উন্নতির প্রয়োজনীয়তা, সুন্নাহর আলোয় সমাজ বিনির্মান এবং তরীকতপন্থী সবাইকে নিয়ে একসূত্রে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়। আলোচনা শেষে সালাতুস সালাম পেশ এবং মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।