ই-পেপার বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

আমার বার্তা অনলাইন:
৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৩

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪ আসরে প্রথমবার ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছিল। এবারও বড় লক্ষ্য নিয়ে রশিদ খানকে অধিনায়ক করে দেশটির স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের এই দলে ফিরেছেন ফজলহক ফারুকি, নাভিন-উল-হক ও মুজিব-উর রহমানরা।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। যেখানে আফগানিস্তান ‘ডি’ গ্রুপে ২০২৪ বিশ্বকাপের রানারআপ দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়বে নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। আসরের দ্বিতীয় দিন (৮ ফেব্রুয়ারি) চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করে রশিদ খানের দল। এরপর ১১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা, ১৪ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড, ১৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত ও ১৯ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ কানাডা।

গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দুটি সীমিত ফরম্যাটের সিরিজের দলে ছিলেন না ফজলহক ফারুকি ও গুলবাদিন নাইব। এর আগে অবশ্য টি-টোয়েন্টি এশিয়া কাপে ‍উভয়েই অফফর্মে ছিলেন। ফারুকি-নাইব দুজনকেই ফেরানো হয়েছে বিশ্বকাপের স্কোয়াডে। এ ছাড়া সাম্প্রতিক আফগান দলে ছিলেন না মুজিব-উর রহমান ও পেসার নাভিন-উল-হক। সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে কাঁধের চোটের জন্য ছিটকে গিয়েছিলেন নাভিন। তাদেরও বিশ্বকাপের বড় মঞ্চে ডাকা হয়েছে।

মুজিব মূল স্কোয়াডে থাকায় আরেক রহস্য স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারকে রাখা হয়েছে রিজার্ভ ক্রিকেটার হিসেবে। রিজার্ভ ক্রিকেটার হিসেবে থাকা বাকি দুজন– ইজাজ আহমদজাই ও জিয়া-উর রহমান শারিফি। বিশ্বকাপের আগে একই স্কোয়াড নিয়ে আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ১৯–২২ জানুয়ারি পর্যন্ত হবে এই সিরিজ।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী (সিইও) নাসিব খান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে আফগানিস্তান দুর্দান্ত যাত্রা করেছিল। আমরা অতীতের অসাধারণ সেই স্মৃতি লালন করি এবং আশা করি এশিয়ান কন্ডিশনে হতে যাওয়া আসন্ন টুর্নামেন্টে আরও ভালো ফলাফল করতে পারব। ওয়েস্ট ইন্ডিজকে (সিরিজ খেলার জন্য) আমন্ত্রণ জানাতে পারা আমাদের জন্য বেশ ভালো সুযোগ, যাতে আমাদের দলীয় কম্বিনেশন গড়ে তোলা এবং বিশ্বকাপের জন্য যথাযথভাবে প্রস্তুতি নেওয়া যায়।’

ওয়েস্ট ইন্ডিজ ও টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের স্কোয়াড

রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ অটল, দারউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, নুর আহমদ, মুজিব উর রহমান, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি ও আব্দুল্লাহ আহমদজাই

রিজার্ভ : আল্লাহ মোহাম্মদ গাজানফার, ইজাজ আহমদজাই ও জিয়া-উর রহমান শারিফি

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক প্রকাশ ও সব খেলা স্থগিত

  সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নেন মিজানুর রহমান আজহারী

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

খালেদা জিয়ার দর্শন-মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে

তারেক রহমানের সঙ্গে দেখা করে শোক জানালেন পাকিস্তানের স্পিকার

খালেদা জিয়ার মৃত্যুতে যশোরে বন্ধ বাজার, দোকানপাট-মার্কেট

খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মোদীর ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছি: জয়শঙ্কর

খালেদা জিয়াকে ঐতিহাসিক বিদায়, এটা সবার ভাগ্যে জোটে না: সংস্কৃতি উপদেষ্টা

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন