ই-পেপার সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

ফাইনালের আগে বার্সা-রিয়ালের সম্পর্কে ‘ভাঙন’

আমার বার্তা অনলাইন:
১১ জানুয়ারি ২০২৬, ১২:৩৭

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বিতা ঐতিহাসিক। মাঠে তারা মুখোমুখি হওয়ার আগে যেন যুদ্ধের দামামা বেজে ওঠে। যদিও মাঠের বাইরে তাদের মধ্যে শীতল সম্পর্ক বিদ্যমান থাকতো। থাকতো বলা হচ্ছে এই কারণে যে, বার্সার বিরুদ্ধে দায়ের হওয়া স্পেন ফুটবলের অন্যতম অর্থ কেলেঙ্কারি মামলা ‘নেগ্রেইরা কেসে’ রিয়াল নাক গলিয়ে সেই সম্পর্ক নষ্ট করে দিয়েছে।

আজ (রোববার) জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হওয়ার আগে কাতালান ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা রাখঢাক না রেখে ঘোষণা দিলেন, বার্সা-রিয়ালের সম্পর্ক ‘ভেঙে গেছে’।

লাপোর্তার মতে, রিয়াল মাদ্রিদ ‘নেগ্রেইরা কেসে’ যেভাবে হস্তক্ষেপ করেছে, তা দুই ক্লাবের দীর্ঘদিনের পেশাদার সম্পর্কে ফাটল ধরিয়েছে। বার্সেলোনার বিরুদ্ধে রেফারি কমিটির সাবেক সহ-সভাপতিকে অর্থ প্রদানের যে অভিযোগ উঠেছে, রিয়াল সেই আইনি প্রক্রিয়ায় নিজেদের পক্ষভুক্ত করেছে। লাপোর্তা একে বার্সার সম্মানহানি করার একটি ‘অগ্রহণযোগ্য প্রচেষ্টা’ হিসেবে দেখছেন।

লাপোর্তা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, ‘বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত খারাপ। তারা নেগ্রেইরা মামলায় উপস্থিত হয়ে যা করেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের মধ্যে এখন কোনো প্রাতিষ্ঠানিক হৃদ্যতা নেই। অবশ্য এটার মানে এই নয় যে কোনো শ্রদ্ধা নেই।’

‘মাদ্রিদাবাদ’ নিয়ে লাপোর্তা অভিযোগ করেছেন যে, মাদ্রিদ ভিত্তিক একটি গোষ্ঠী বার্সেলোনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ক্লাবটিকে কলঙ্কিত করার চেষ্টা করছে। তিনি মনে করেন, যখনই বার্সেলোনা ভালো করতে শুরু করে, তখনই এই ধরনের বিতর্কিত বিষয়গুলো সামনে আনা হয়।

এমন বিষেদাগার নিয়ে আজ সৌদি আরবে টানা চতুর্থ কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল ও বার্সেলোনা। ঐতিহ্যগতভাবে ম্যাচের আগে দুই দলের বোর্ড সদস্যদের মধ্যে সৌজন্যমূলক ডিনার হতো, তা এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তবে এসব মাঠের বাইরের বিষয় সরিয়ে রেখে দুই দলের মনোযোগ মৌসুমের প্রথম শিরোপা জয়ে। গত তিনবারে দুইবার রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কাতালান জায়ান্টরা। এবারও সেই ধারা ধরে রেখে ১৬তম ট্রফি হাতে নিতে চায় বর্তমান শিরোপাধারী বার্সা। আর গত ফাইনালে ৫-২ গোলে বিধ্বস্ত রিয়াল মরিয়া প্রতিশোধ নিতে। এই শিরোপা ১৩তম বারের মতো তারা জিতেছিল ২০২৪ সালে। আর সবশেষ এল ক্লাসিকোতে গত অক্টোবরে ২-১ গোলে বার্সাকে হারিয়েছিল মাদ্রিদ ক্লাবটি। ওই ম্যাচ হারের পর থেকে দারুণ ফর্মে বার্সা, ১৪ ম্যাচ খেলে পরাজিত মাত্র একটিতে। দারুণ ফর্মে থাকার আত্মবিশ্বাস কাজে লাগিয়ে রিয়ালের বিপক্ষে জেতার আশায় তারা।

আরেকটি ব্যাপার লিগ শিরোপা জয়ের আশায় দুই দলকে উজ্জীবিত করতে পারে। গত চার আসরেই লিগ চ্যাম্পিয়ন হয়েছে সুপার কাপের শিরোপা জয়ীরা। এবারও কি তেমন কিছু হতে যাচ্ছে, সেই উত্তর পাওয়ার জন্য কিছুটা লম্বা সময় অপেক্ষা করতে হবে। আপাতত দুই দলের চোখ মৌসুমের প্রথম ট্রফির দিকে।

আমার বার্তা/এল/এমই

শান্ত-ওয়াসিম ঝড়ে ১৭৮ রান করেও পাত্তা পেলো না রংপুর

তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছিল রংপুর রাইডার্স। তবে নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ

বেকহ্যামের পরিবারে চরম কলহ, বাবা-মাকে ছেলের আইনি নোটিশ

ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম, নিজেও এখন ফুটবল ক্লাবের মালিক। ফুটবল ও চ্যারিটিতে অবদানের জন্য

বিশ্বকাপ থেকে বাদ পড়া রায়ান রিকেলটনের সেঞ্চুরিতে ইতিহাস

জাতীয় দলের জার্সিতে সাম্প্রতিক সময়ে নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না দক্ষিণ আফ্রিকান তারকা রায়ান

নতুন মোড়কে বিসিবির এইচপি ক্রিকেট, চালু হচ্ছে নতুন প্রোগ্রাম

বাংলাদেশে সাধারণত সব ধরনের ক্রিকেটারদের জন্য বিসিবির বিভাগ রয়েছে। অনূর্ধ্ব ১৭, ১৯, এইচপি বা ‘এ’
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইল অবৈধভাবে মাটি কাটার দায়ে ইটভাটায় জরিমানা

জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছে জবি শিক্ষার্থীরা, এ সপ্তাহেই তালিকা প্রকাশ

১৮ এপ্রিল থেকে শুরু হজ ফ্লাইট, ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

কুমিল্লা-১ ও ২ আসনের সীমানা পুনর্বহালে হাইকোর্টের রায় স্থগিত

নির্বাচনের পর তিন খাতে অগ্রাধিকার কর্মপরিকল্পনা জানালেন ড. ইউনূস

কক্সবাজারে অবৈধ ট্রলিং বোট জব্দ, ৫ হাজার কেজি মাছসহ ১৮ জেলে আটক

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস-অনিয়ম তদন্ত হবে: ডিজি

টেকনাফ সীমান্তের ওপারে সংঘাতের ঘটনায় ৫৩ বিদ্রোহী আটক

কোনো দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না সরকার: শফিকুল আলম

ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের নেতৃত্বে ইউসুব ও রাফি

আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন

আইনি বাধা না থাকায় গণভোটের প্রচারণা চালাবে সরকার: প্রেস সচিব

শান্ত-ওয়াসিম ঝড়ে ১৭৮ রান করেও পাত্তা পেলো না রংপুর

স্মার্টফোনের দাম বাড়লো যে কারণে

লেভেল প্লেয়িং ফিল্ডে সমস্যা নেই, ইইউ পর্যবেক্ষক দলকে আশ্বস্ত প্রধান উপদেষ্টা

.bd ডোমেইনে ৩৬ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ঘোষণা

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

বেকহ্যামের পরিবারে চরম কলহ, বাবা-মাকে ছেলের আইনি নোটিশ

স্বেচ্ছাসেবক দল নেতা মোছাব্বির হত্যা: মূল শুটার জিনাতসহ গ্রেপ্তার ৪