
ডিসেম্বরের শেষ দিকে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছিল আফগানিস্তান। সেই দলে ছিলেন পেসার নাভিন–উল–হকও। সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে কাঁধে চোট পেলেও তার বিশ্বকাপ খেলার আশা ছিল। কিন্তু জাতীয় দলে ফেরার আগেই নতুন করে দুঃসংবাদ পেল আফগান শিবির। আবারও চোটে পড়ায় অভিজ্ঞ এই ডানহাতি পেসার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।
নাভিনের চোটের বিস্তারিত না জানালেও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে তার অস্ত্রোপচার প্রয়োজন হবে। এখনো তার বদলি হিসেবে কাউকে স্কোয়াডে যুক্ত করা হয়নি। তবে ট্রাভেলিং রিজার্ভে থাকা এএম গাজানফার, ইজাজ আহমদজাই ও পেসার জিয়াউর রহমান শরিফির মূল দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে ১৯ থেকে ২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। ওই সিরিজেও নাভিনের খেলা হচ্ছে না। অন্যদিকে জাতীয় দলের দায়িত্বের কারণে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টি ছেড়ে ফিরছেন আফগান অধিনায়ক রশিদ খান। তিনি সেখানে এমআই কেপটাউনের অধিনায়কত্ব করছিলেন।
নাভিনের অনুপস্থিতি বিশ্বকাপে আফগানিস্তানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ফজলহক ফারুকির সঙ্গে পেস আক্রমণের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। যদিও দলে আজমতউল্লাহ ওমরজাই ও গুলবাদিন নাইবের মতো পেস অলরাউন্ডার রয়েছেন, তবে সংক্ষিপ্ত সংস্করণে ফারুকি–নাভিন জুটি ছিল দলের অন্যতম ভরসা। নাভিন সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে। এরপর তিনি মেজর লিগ ক্রিকেট, এসএ টোয়েন্টি ও আইএল টি–টোয়েন্টিতে অংশ নেন।
এদিকে রশিদের জায়গায় এসএ টোয়েন্টিতে এমআই কেপটাউনের হয়ে খেলবেন কাইরন পোলার্ড। তবে চলতি আসরে দলটির অবস্থান ভালো নয়—৮ ম্যাচে মাত্র ২ জয়ে তারা পয়েন্ট টেবিলের একেবারে নিচে রয়েছে। একই সঙ্গে পার্ল রয়্যালসের হয়ে খেলা মুজিব–উর–রহমানও জাতীয় দলের ডাকে টুর্নামেন্টটি ছেড়ে ফিরবেন।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ‘ডি’ গ্রুপে খেলবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার বিপক্ষে।
এর আগে ক্রিকেটারদের ফিটনেস ও মানসিক সুস্থতাকে গুরুত্ব দিয়ে বিদেশি লিগে খেলার বিষয়ে নতুন নীতি অনুমোদন করেছে এসিবি। এই নীতির আওতায় রশিদ খান ও মোহাম্মদ নবিরা আফগানিস্তান প্রিমিয়ার লিগের পাশাপাশি সর্বোচ্চ তিনটি আন্তর্জাতিক লিগে অংশ নিতে পারবেন। নতুন এই সিদ্ধান্তে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে পারেন আফগান ক্রিকেটাররা, বিশেষ করে টি–টোয়েন্টি অধিনায়ক রশিদ খান, যিনি এই ফরম্যাটে সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি।
আমার বার্তা/এল/এমই

