চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গ ও দুর্নীতির অভিযোগে এক শিক্ষকসহ আট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সাময়িকভাবে বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—
সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সরকার,
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার গোলাম কিবরিয়া, অ্যাকাউন্টিং বিভাগের নিম্নমান সহকারী তানভীর আহমেদ, ক্রীড়াবিজ্ঞান বিভাগের নিম্নমান সহকারী সায়ন দাশগুপ্ত, শিক্ষকদের ব্যক্তিগত নথি শাখার নিম্নমান সহকারী পারভেজ হাসান, হিসাব নিয়ামক দপ্তরের উচ্চমান সহকারী মাহফুজুর রহমান এবং
কেন্দ্রীয় স্টোর শাখার কর্মচারী উজ্জ্বল হাওলাদার ও আব্দুল মান্নান।
সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ অসদাচরণের একাধিক অভিযোগ রয়েছে। তদন্ত শেষে সিন্ডিকেট তাকে সাময়িক বরখাস্ত করে। অভিযোগ যাচাইয়ে আরও একটি তদন্ত কমিটি কাজ করছে।
অপরদিকে, ডেপুটি রেজিস্ট্রার গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার আশ্বাসে মোটা অঙ্কের ঘুষ নেয়ার অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়। এ কারণে তাকেও বরখাস্ত করে পৃথকভাবে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নিতে কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও বরখাস্ত হওয়া অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে রেজিস্ট্রার ভবনে তালা দেয়া, রেজিস্ট্রারকে অবরুদ্ধ রাখা এবং অফিসে ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে।
চবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিগত বছর যারা রেজিস্ট্রার কার্যালয়ে বিশৃঙ্খলা ও দুর্ব্যবহার করেছেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট তাদের সাময়িক বরখাস্ত করেছে।’
তবে শিক্ষক সাইফুল ইসলাম সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
আমার বার্তা/এল/এমই