খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুরে দুই হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার। মানবসেবার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাসস চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।
বুধবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে চিকিৎসা কার্যক্রম। ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার-নার্সদের ১২ সদস্যের মেডিকেল টিম সাইটসেভার্সের আর্থিক সহায়তায় চক্ষু রোগীদের চিকিৎসা দেন এবং ছানি রোগীদের বাছাই করেন।
এ পর্যন্ত আয়োজিত ক্যাম্পগুলোর মধ্যে এটিই ছিল বৃহত্তম। পাঁচ শতাধিক ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এদের প্রত্যেককে অপারেশনের পর দেয়া হবে বিনামূল্যে কালো চশমা ও এক মাসের প্রয়োজনীয় ওষুধ। ছানি রোগী শনাক্তে করা হয় চোখের চাপ, রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষা।
চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে পাইকগাছা, কয়রাসহ আশপাশের বিভিন্ন এলাকার দরিদ্র ও অসহায় মানুষ ছিলেন। প্রয়োজন অনুযায়ী তাদের ফ্রি চশমা, ওষুধ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ দেয়া হয়।
চিকিৎসা নিতে আসা পাইকগাছার আনোয়ারা খাতুন বলেন, ‘চোখে অনেক দিন সমস্যা, কিন্তু টাকার অভাবে ডাক্তার দেখাতে পারিনি। আজ এখানে এসে ফ্রি চিকিৎসা ও অপারেশনের সুযোগ পেলাম। আল্লাহ যেন এই মানুষগুলোকে ভালো রাখেন।’
চক্ষু শিবিরে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আনোয়ার আলদীন।
আনোয়ার আলদীন বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এ ধরনের কার্যক্রম পরিচালনা করছি। বহু মানুষ দৃষ্টি সমস্যায় ভুগলেও অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না। এই ক্যাম্পে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আনোয়ার আলদীন দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে নানা দাতব্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। মসজিদ, হেফজখানা, এতিমখানা, ক্লিনিক, রাস্তা-ঘাট নির্মাণ থেকে শুরু করে শীতবস্ত্র বিতরণ ও কোরবানির সময় গরিব-দুস্থদের মধ্যে গোশত সরবরাহসহ নানা কর্মসূচি বাস্তবায়নে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা কে এম আশরাফুল আলম নান্নু, শেখ সামসুল আলম পিন্টু, আবুল হোসেন, মীর শাফায়েত হোসেন, ডা. হাফিজুর রহমান আশিক, ডা. আসিফ হাসান, মানবাধিকার সংগঠক সাংবাদিক মোস্তাফিজুর রহমান পারভেজসহ স্থানীয় রাজনৈতিক ও পেশাজীবী নেতারা।
আমার বার্তা/এল/এমই