সুইডেনের স্টকহোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে স্টকহোমে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে স্টকহোমে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে ‘জুলাই বিয়ন্ড বর্ডার্স’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর জুলাইয়ের শহীদদের সম্মানে এক মিনিট নীরবতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২০২৫ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা প্রদত্ত বাণী পাঠ করা হয়। তারপর জুলাই-আগস্ট আন্দোলনকে উপজীব্য করে নির্মিত তথ্য চিত্র প্রদর্শন করা হয়।
এরপর আলোচনা অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা হয়। এতে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদের আত্মত্যাগ ও তাদের অবদানের কথা স্মরণ করেন।
রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন।
পাশাপাশি জুলাই-আগস্ট আন্দোলনে সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসীদের অবদানের কথা স্মরণ করেন রাষ্ট্রদূত। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় অংশ নিতে সবার প্রতি আহবান জানান তিনি।
সবশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে একটি বিশেষ দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয়। উপস্থিত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আমার বার্তা/এল/এমই