খুলনার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং কর্মচারীদের আন্দোলন ও কর্মবিরতিতে কার্যত স্বাস্থ্যসেবা অচল হয়ে পড়েছে। এতে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খানম গত ২৯ জুলাই এক চিঠিতে জানিয়েছেন, আউটসোর্সিং কর্মচারীরা তার অধীনে চাকরিতে নেই, তাই তাদের বেতন প্রদানের দায় তার নয়। অথচ খুলনা সদরসহ ৯ উপজেলার ২১৪ জন কর্মচারী বিগত ১৩ মাস ধরে কোনো বেতন ছাড়াই কাজ করে আসছিলেন।
এই কর্মীরা হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ওয়ার্ড, রান্নাঘর, পরিচ্ছন্নতা প্রায় প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
আমার বার্তা/এল/এমই