ই-পেপার বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

যে কারণে ৭৬ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি

আমার বার্তা অনলাইন:
০৭ আগস্ট ২০২৫, ১৪:৫০

বাংলাদেশ পুলিশের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্বে থাকা ৭৬ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করে বদলি বা পদায়ন করা হয়েছে।

বুধবার (০৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে—যারা এত দিন চাকরিতে নিষ্ক্রিয় ছিলেন, তাদের হঠাৎ করে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে কেন পদায়ন বা সংযুক্ত করা হলো?

জননিরাপত্তা বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, ওএসডি অবস্থায় থাকা এসব কর্মকর্তারা মূলত রাজধানী ঢাকাতেই অবস্থান করছিলেন। এই সুযোগে তারা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে প্রায়ই বৈঠক করতেন। বৈঠকে শেখ হাসিনা সরকারের সময়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা এসব কর্মকর্তাদের একটি অংশ বর্তমান সরকারের বিরোধিতামূলক নানা বিষয়ে আলোচনা করতেন বলে খবর আসছিল।

এ ছাড়া তাদের পূর্বের প্রশাসনিক যোগাযোগকে কাজে লাগিয়ে সরকারের গোপন ও গুরুত্বপূর্ণ নথি বাইরে পাচার করে থাকতে পারেন, এমন আলোচনাও ছিল।

এ কারণে ৭৬ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জ, জেলা পুলিশ কার্যালয় ও ইউনিটে সংযুক্ত করা হয়েছে, যাতে তারা সবাই মিলে ঢাকায় অবস্থান করে কোনো ধরনের গোপন বৈঠক বা ষড়যন্ত্রে যুক্ত হতে না পারেন।

সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ইউনিটগুলোতে সংযুক্ত হওয়া কর্মকর্তাদের বাস্তব অবস্থা অনেকটা ওএসডি থাকা কর্মকর্তাদের মতোই। কারণ, এসব কর্মকর্তাদেরও কার্যত কোনো কাজ থাকে না।

এদিকে যাদের নতুন করে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।

এ বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এখনও পুলিশ সদর দপ্তর থেকে পলাতক কর্মকর্তাদের পূর্ণাঙ্গ তালিকা জননিরাপত্তা বিভাগে সরবরাহ করা হয়নি। সে কারণে ৭৬ জনের তালিকায় কয়েকজন পলাতক কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারে।

তবে পুলিশ সদর দপ্তর বলছে ভিন্ন কথা। সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, পলাতক কর্মকর্তাদের তালিকা তারা আগেই জননিরাপত্তা বিভাগে পাঠিয়েছে। সবশেষ গত ২৪ জুলাই ৪৩ জনের একটি তালিকা পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে বলেন, ওএসডি থাকা কর্মকর্তাদের সংযুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কর্মস্থলে অনুপস্থিত, পলাতক বা আত্মগোপনে থাকা কর্মকর্তাদের তালিকা পুলিশ সদর দপ্তর থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তখনকার পুলিশের গুরুত্বপূর্ণ পদে থাকা বেশিরভাগ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর অথবা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসএসডি) করা হয়েছে। তাদের একটি অংশকে পরবর্তী সময়ে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে।

আমার বার্তা/এমই

বিচার দেখানোর জন্য হলে নতুন অবিচার হয়ে যায়: সারা হোসেন

‘দেখানোর জন্য যদি বিচার হয়, তখন অনেক ধরনের নতুন অন্যায়-অবিচার হয়ে যায়’—বলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ

মাইলস্টোনের শিক্ষক মাহরিনের নামে জাতীয় পুরস্কার দেওয়া হবে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় নিজের জীবন উৎসর্গ করে শিক্ষার্থীদের বাঁচানো

সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও তুরস্ক দু’টি বন্ধুপ্রতীম রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও

গত এক বছরে বাংলাদেশ-কেন্দ্রিক কৌশলে এগিয়েছি: পররাষ্ট্র উপদেষ্টা

গেলো এক বছরে বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ ও বাস্তবমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে। যেখানে জাতীয় স্বার্থ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার দেখানোর জন্য হলে নতুন অবিচার হয়ে যায়: সারা হোসেন

মাইলস্টোনের শিক্ষক মাহরিনের নামে জাতীয় পুরস্কার দেওয়া হবে

মাত্র ১২ টাকায় ডায়ালাইসিসের লক্ষ্যমাত্রা সরকারের: স্বাস্থ্য উপদেষ্টা

ডিআইইউ ফার্মা ক্লাব: নেতৃত্ব, দক্ষতা ও পেশাগত প্রস্তুতির এক অনন্য যাত্রা

জাতীয় স্বার্থে সব দলকে এক করতে চায় বিএনপি: সালাহউদ্দিন

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৮ জন

সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক সই

আইফোনের ক্যামেরা সেন্সর তৈরি হবে যুক্তরাষ্ট্র

‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’ শোকজের জবাব দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জেনে নিন আপনার রেগে যাওয়ার কারণগুলো

দুর্নীতির মামলায় গ্রেপ্তার নাজমুল আহসান কলিমউল্লাহ কারাগারে

বগুড়ার শিবগঞ্জে গোপনে বিয়ে’ স্বীকৃতির দাবিতে অনশন,অবশেষে ঝুলন্ত লাশ

মান্দায় দূষণময় ড্রেনে ক্ষোভ, সংযোগ বন্ধ করলেন ব্যবসায়ী-মুসল্লিরা

উন্নয়ন কাজের অর্থ আত্মসাৎ : কলিমুল্লাহসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেছে: রিজভী

গত এক বছরে বাংলাদেশ-কেন্দ্রিক কৌশলে এগিয়েছি: পররাষ্ট্র উপদেষ্টা

এক বছর ধরে ঢামেক মর্গে থাকা ৬ মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর

রমজানের আগেই নির্বাচন জনদাবি ছিল: সালাহউদ্দিন আহমেদ

পদ্মার স্রোতে বিলীন লঞ্চঘাটের জেটি

ঢাকা ও তেজগাঁও বিমানবন্দরের নো-ফ্লাই জোনে অনুমোদনহীন ২৬৩ উঁচু ভবন