কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ টিম।
রবিবার (৩ আগস্ট) দুপুরে পরিচালিত এ বিশেষ অভিযানে পদ্মা নদী এলাকা থেকে ৬ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী মোট ১,২০,০০০ (এক লাখ বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। তিনি জানান, "নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। নদীভাঙন, কৃষিজমি ক্ষতি ও নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। তাই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে প্রশাসন।"
এ সময় অভিযান চলাকালে বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয় এবং এলাকাবাসীকে সচেতন করতে মাইকিং করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।