ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১১ হাজার ১৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে রাজধানীর সরকারি সাত কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু হচ্ছে ৩ আগস্ট রাত থেকেই। অনলাইনে আবেদন করা যাবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর আবেদন বাতিল ও তথ্য–ছবি সংশোধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১২ আগস্ট।
জানা গেছে, ইডেন ও বদরুন্নেসায় শুধু ছাত্রী, আর ঢাকা কলেজে শুধু ছাত্র ভর্তির সুযোগ পাবে। বাকি চার কলেজে ছাত্রী–ছাত্র উভয়েই ভর্তি হতে পারবেন। ইতিমধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে প্রাথমিক আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করতে হবে না; আগের আবেদনই ডিসিইউ আবেদন হিসেবে গণ্য হবে।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২২ আগস্ট (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। এমসিকিউ পদ্ধতির ১০০ নম্বরের পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান- তিন বিষয়ে ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে। আর পাস নম্বর ৪০। বাংলা বা ইংরেজি বিষয়ে ভর্তি হতে ইচ্ছুকদের ওই বিষয়েই অন্তত ১০ নম্বর পেতে হবে।
আর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২৩ আগস্ট (শনিবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২৪ সনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুসৃত পাঠ্যসূচি অনুযায়ী হবে এবং প্রত্যেক প্রার্থীকে পদার্থ ও রসায়নসহ মোট চারটি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি বিষয়ের জন্য মোট নম্বর ২৫। আর ১০০টি প্রশ্নের জন্য মোট নম্বর হবে ১০০। ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ন্যূনতম ৪০ শতাংশ। অর্থাৎ ৪০ নম্বরের কম পেলে কেউ ভর্তি হতে পারবেন না।
এছাড়া বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষাও ওই একইদিন বিকেল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন ফি ধরা হয়েছে ৮০০ টাকা। সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা কিংবা ডেবিট-ক্রেডিট কার্ড ও বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে পরিশোধ করা যাবে। আধা ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে রাখতে হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম তৈরি হবে মোট ১২০ নম্বরের ওপর- এসএসসির ১০ নম্বর, এইচএসসি ১০ নম্বর এবং পরীক্ষার ১০০ নম্বর যোগ করে। কলেজ ও বিষয় পছন্দক্রম অনলাইনে দিতে হবে, আর ২০ অক্টোবর বিষয় বরাদ্দ চূড়ান্ত করা হবে। ভর্তি শেষ তারিখ ২৫ অক্টোবর এবং ক্লাস শুরু হবে ৩০ অক্টোবর।
একইসঙ্গে কোটায় ভর্তি-ইচ্ছুদের (মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন-দলিত, ক্রীড়াবিদ, ওয়ার্ড এবং হিজড়া) অবশ্যই ভর্তি পরীক্ষায় পাস নম্বর পেতে হবে এবং সাত দিনের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে প্রমাণপত্র জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।
আমার বার্তা/এমই